Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা আটটি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৭ রানে হারিয়ে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি নিজেদের দখলেই রাখতে সক্ষম হলেন ওয়ার্নার, স্মিথরা। প্রথম ইনিংসের চারটি সেঞ্চুরিই অস্ট্রেলিয়াকে পৌঁছে দিয়েছিল রানের পাহাড়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৯:২৬
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা আটটি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৭ রানে হারিয়ে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি নিজেদের দখলেই রাখতে সক্ষম হলেন ওয়ার্নার, স্মিথরা। প্রথম ইনিংসের চারটি সেঞ্চুরিই অস্ট্রেলিয়াকে পৌঁছে দিয়েছিল রানের পাহাড়ে। তিন উইকেট হারিয়ে ৫৫১ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র বড় রান ব্রাভোর ৮১। ২৭১ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বেশি খাটতেই হয়নি অস্ট্রেলিয়াকে। তিন উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় ইনিংসও ঘোষণা করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

প্রথম ইনিংসের ভরা ডুবির পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ক্যারিবিয়ানরা। ২২৮ রানেই গুটিয়ে যায় ইনিংস। বল হাতে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার নাথান লিও। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাঁর শিকার সেই তিন। এক ম্যাচে সাত উইকেট তুলে নিলেন তিনি। ম্যাচের সেরাও হলেন তিনি। যোগ্য সঙ্গত জেমস প্যাটিনসন, মিচেল মার্শদের। প্যাটিনসনের দখলে থাকল ছ’উইকেট। মার্শ প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নিলেন চার উইকেট। একটি টেস্ট বাকি থাকতেই মেলবোর্নে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

australia westindies cricket series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE