Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International news

ভারতের কাছে টেস্টে এক নম্বর র‌্যাঙ্ক হারাল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার মাটিতে ০-৩য়ে হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেল অস্ট্রেলিয়া। আর দু’নম্বর থেকে একে উঠে গেল ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা অবস্থায় শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল স্টিভ স্মিথের টিম।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ১৯:৩৩
Share: Save:

শ্রীলঙ্কার মাটিতে ০-৩য়ে হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেল অস্ট্রেলিয়া। আর দু’নম্বর থেকে একে উঠে গেল ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা অবস্থায় শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল স্টিভ স্মিথের টিম। কিন্তু গোহারা হারের পর পয়েন্ট নেমে এসেছে ১০৮-এ।

এ বছর র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে শুরু করেছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়া ভারতকে টপকে একে চলে যায়। এই মুহূর্তে ১১২ পয়েন্ট নিয়ে সেই হারানো শীর্ষস্থান এ বার ফিরে পেল বিরাট ব্রিগেড।

১১১ পয়েন্ট নিয়ে দু’নম্বরে আছে পাকিস্তান। তিনে অস্ট্রেলিয়া, চারে ইংল্যান্ড আর পাঁচে নিউজিল্যান্ড। শেষ পাঁচ স্থানে যথাক্রমে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে।

আরও পড়ুন: মা খুঁজছেন পাত্রী, বোল্ট ছুটছেন নতুন বিশ্বরেকর্ডের দিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

test cricket Australia india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE