Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Australia

অভিনব ভাবে জাতিবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অজি ক্রিকেটাররা

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অজি ক্রিকেটাররা ভিন্ন এক উপায়ে প্রতিবাদ জানাবেন বলে স্থির করেছেন।

নতুন পন্থায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। -ফাইল চিত্র।

নতুন পন্থায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৭:৪৬
Share: Save:

জাতিবৈষম্যের বিরুদ্ধে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে এ বার প্রতিবাদ জানাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। জাতিবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানান অনেকে। ক্রিকেট বা ফুটবল মাঠে এই মুদ্রায় বসে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অজি ক্রিকেটাররা ভিন্ন এক উপায়ে প্রতিবাদ জানাবেন বলে স্থির করেছেন। আদিবাসি সংস্কৃতির সমর্থনে এবং জাতিবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে প্যাট কামিন্সরা গোল হয়ে খালি পায়ে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

কামিন্স বলেছেন, “শুধুমাত্র খেলাধুলো বলে নয়, মানুষ হিসেবে আমরা জাতিবৈষম্যের বিরুদ্ধে। সেই কারণে স্থির করেছি, এ বার থেকে প্রতিটি সিরিজের আগে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাব।” কামিন্সরা স্বীকার করে নিয়েছেন, এর আগে জাতিবৈষম্যের বিরুদ্ধে যথেষ্ট প্রতিবাদ তাঁদের পক্ষ থেকে জানানো হয়নি। তাই এ বার তাঁরা নতুন এক পন্থা অবলম্বন করতে চলেছেন।

আরও পড়ুন: পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর, ব্যাশ বুস্ট! বিগ ব্যাশ মাতাতে আসছে নতুন ৩ নিয়ম

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলাকালীন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পাশে দাঁড়াননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এর জন্য অজি ক্রিকেটারদের সমালোচনাও করেছিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং।

সেই প্রসঙ্গে কামিন্স বলছেন, “কেউ হাঁটু মুড়ে প্রতিবাদ জানায়। আবার কেউ অন্য ভাবে প্রতিবাদ জানায়। আমরা দলগত ভাবে জাতিবৈষম্যের বিরুদ্ধে। যে ভাবে আমরা প্রতিবাদ জানাতে চাইছি, সেটাই সেরা উপায় বলে মনে হয়েছে। নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরারও অন্যতম উপায় এটা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australia Anti Racism Pat Cummins Bare Foot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE