Advertisement
১৯ এপ্রিল ২০২৪
মেলবোর্ন পার্কে অস্তমিত সূর্য

বিদায়ের দিনেও বিতর্কে মারিয়া

রবিবার রড লেভার এরিনায় দ্বিতীয় সেটের ঠিক পরে শারাপোভা ‘বাথরুম ব্রেক’ নেন এবং কোর্টে ফেরেন ৭ মিনিট পরে। যা নিয়ে সরব টেনিস মহল। অতীতেও তিনি বেশ কয়েক বার এই একই কাজ করেছেন। বলা হচ্ছে, তাঁর এতটা সময় কোর্টে না থাকার আসল কারণ, দ্বিতীয় সেটে দারুণ ভাবে জয়ে ফেরা বার্টির ছন্দ নষ্ট করা।

ইন্দ্রপতন: বিধ্বস্ত শারাপোভা। রবিবার।—ছবি গেটি ইমেজেস।

ইন্দ্রপতন: বিধ্বস্ত শারাপোভা। রবিবার।—ছবি গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৫:১৮
Share: Save:

মারিয়া শারাপোভা অস্ট্রেলীয় ওপেনের চতুর্থ রাউন্ডে ৬-৪, ১-৬, ৪-৬ হারলেন অ্যাশলে বার্টির কাছে। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে অস্বস্তিকর প্রশ্নের সামনে মেজাজও হারালেন রুশ সুন্দরী।

রবিবার রড লেভার এরিনায় দ্বিতীয় সেটের ঠিক পরে শারাপোভা ‘বাথরুম ব্রেক’ নেন এবং কোর্টে ফেরেন ৭ মিনিট পরে। যা নিয়ে সরব টেনিস মহল। অতীতেও তিনি বেশ কয়েক বার এই একই কাজ করেছেন। বলা হচ্ছে, তাঁর এতটা সময় কোর্টে না থাকার আসল কারণ, দ্বিতীয় সেটে দারুণ ভাবে জয়ে ফেরা বার্টির ছন্দ নষ্ট করা। এ জন্য তাঁর যথেচ্ছ সমালোচনাও হল। সময় নষ্টের জন্য ভর্ৎসিত হন পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। আম্পায়ারের এই সিদ্ধান্ত হাততালি দিয়ে সমর্থন জানান দশর্কেরা। অনেকে আবার শারাপোভা কোর্টে ফিরতে দেরি করার জন্য তাঁকে বিদ্রুপ করেন। সাংবাদিক সম্মেলনে এটা নিয়ে প্রশ্ন করা হলে রুশ তারকা মেজাজ হারিয়ে বলে ফেলেন, ‘‘এই প্রশ্নে আপনারা আমার কী উত্তর আশা করেন?’’ প্রশ্নকর্তা সাংবাদিক পুরো ঘটনাই তাঁকে নতুন করে বলেন। তাতে শারাপোভার প্রতিক্রিয়া, ‘‘এটা একটা খুবই তুচ্ছ প্রশ্ন।’’

ঠিক তার পরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, চোটের জন্য এখন তো তিনি নিষিদ্ধ মেলডোনিয়াম নিতে পারছেন না। তা হলে কী ভাবে নিজের চিকিৎসা করছেন? বোঝাই গেল, শারাপোভাকে বিব্রত করতেই এমন প্রশ্ন। তাতে আবার বিরক্ত হয়ে তিনি বলেন, ‘‘আপনাদের কি আর কোনও প্রশ্ন আছে?’’

শারাপোভার ‘অখেলোয়াড়োচিত’ আচরণ নিয়ে সরব অনেকেই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর আচরণের নিন্দা করে কেউ কেউ এমনকি তাঁকে প্রতারকও বললেন। এ দিকে, বার্টি বিষয়টি নিয়ে কী ভাবছেন জানতে চাওয়া হলে অস্ট্রেলীয় প্রতিভার মন্তব্য, ‘‘ও যা করার তা নিয়মের মধ্যে করেছে। প্রতি ম্যাচে একবার টয়লেট ব্রেক নেওয়া যায়। আমার মনে হয় ও যে লকাররুমে গিয়েছিল সেটা কোর্টের কাছাকাছি নয়। কাছের লকার রুমে যায়নি। এটা নিয়ে আমি কী করতে পারি?’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘অপেক্ষা করতেই হত। সেটাই করেছি। জানি ও যেটা করেছে সেটা নিয়মের মধ্যে করেছে। তা ছাড়া ও এটা করায় আমার খেলায় প্রভাব পড়েনি। ছন্দও নষ্ট হয়নি।’’

শারাপাভো অবশ্য ভেঙে পড়ছেন না। জানাচ্ছেন, এখনও তিনি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেন, ‘‘যদি আমি এই স্বপ্নটাই না দেখতাম, তা হলে এত খেটে নিজেকে এই জায়গাটায় আনতে পারতাম না।’’ উদাহরণ দিতে গিয়ে তিনি ওজ়নিয়াকির বিরুদ্ধে জয়ের কথা বলেছেন। এদিকে, বার্টির মতোই রবিবার মেলবোর্নে মেয়েদের সিঙ্গলসে অঘটন ঘটালেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স। বিশ্বের দু’নম্বর অ্যাঞ্জেলিক কের্বারকে ৬-০, ৬-২ হারিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE