Advertisement
১৬ এপ্রিল ২০২৪

নতুন যুদ্ধের প্রস্তুতিতে কোহালির সঙ্গী বাঙালি যোগগুরুর আত্মজীবনী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার আগে বিরাট কোহালি মজে এক বাঙালি ধর্মীয় যোগগুরুতে। বলা ভাল, তাঁর আত্মজীবনীতে। যে বইয়ের নাম ‘অটোবায়োগ্রাফি অফ আ যোগী’। যে বই এখন রসদ জোগাচ্ছে ভারতীয় ক্যাপ্টেনকে।

হাতে যোগগুরুর বই। টুইটারে ‘নতুন’ কোহালি।

হাতে যোগগুরুর বই। টুইটারে ‘নতুন’ কোহালি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২১
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার আগে বিরাট কোহালি মজে এক বাঙালি ধর্মীয় যোগগুরুতে। বলা ভাল, তাঁর আত্মজীবনীতে। যে বইয়ের নাম ‘অটোবায়োগ্রাফি অফ আ যোগী’। যে বই এখন রসদ জোগাচ্ছে ভারতীয় ক্যাপ্টেনকে।

গুরু পরমহংস যোগানন্দের আত্মজীবনী হাতে নিয়ে শনিবার কোহালি একটি ছবি টুইট করেন। যে টুইটের মোদ্দা কথা, এটা তাঁর অন্যতম প্রিয় বই। এই বইটা ঠিকঠাক বুঝতে পারলে এবং বইয়ের শিক্ষাটা কাজে লাগাতে পারলে এক জনের জীবনদর্শনই পাল্টে যাবে। ‘‘আমি এই বইটা ভালবাসি। যাদের সাহস আছে নিজের চিন্তাভাবনা, নিজের দর্শনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলার, তাদের অবশ্যই এই বইটা পড়া দরকার।’’

সেই প্রায় একশো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে ধর্মীয় বিজ্ঞানের প্রচার শুরু করেছিলেন যোগানন্দ। পাশাপাশি যোগ এবং ধ্যানের ক্ষমতা গোটা বিশ্বে ছড়িয়ে দেন তিনি। ৫ জানুয়ারি, ১৮৯৩ সালে গোরক্ষপুরের এক বর্ধিষ্ণু বাঙালি পরিবারে তাঁর জন্ম। নাম ছিল মুকুন্দ লাল ঘোষ। সেখান থেকে ভারতীয় যোগকে তিনি ছড়িয়ে দেন বিশ্বে। ৭ মার্চ, ১৯৫২ সালে, লস অ্যাঞ্জেলিসে মারা যান তিনি। এ বছর তাঁর আত্মজীবনীর ৭০ বছর পূর্তি। যে বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। যে বই এখন ভারত অধিনায়কের সঙ্গী।

আরও পড়ুন: কুঁড়েঘর থেকে কোটি টাকার বাড়ি, আইপিএল বদলে দিয়েছে জীবন

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেটাররা এখন নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন। টেস্ট সিরিজে যিনি কোহালির প্রধান অস্ত্র হতে চলেছেন, সেই রবিচন্দ্রন অশ্বিনকে যেমন দেখা যাচ্ছে চেন্নাইয়ে নেট করতে। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের পরে এই বিশ্রামটা যে তাঁর খুব দরকার ছিল, সেটা স্বীকার করে নিয়েছেন অশ্বিন। বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজটা আমি ২০ দিনের বিশেষ প্রোগ্রাম হিসেবে দেখছি। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০-৭০ শতাংশ ফিট থাকা অবস্থায় খেলেছিলাম। আশা করছি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও ভাল অবস্থায় থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE