Advertisement
১৬ এপ্রিল ২০২৪

শামিকে চাই, বাংলা জানাল বোর্ডকে

ত বছর দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে শেষ বার বাংলার জার্সি পরেছিলেন শামি। প্রায় এগারো মাস পরে আবার সেই দৃশ্য দেখতে মুখিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীরা। 

কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে মহম্মদ শামিকে। —ফাইল চিত্র।

কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে মহম্মদ শামিকে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৫:৩৩
Share: Save:

কেরলের বিরুদ্ধে ইডেনে ২০ নভেম্বর রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে মহম্মদ শামিকে। বুধবার ভারতীয় বোর্ডের কাছে এ বিষয়ে আবেদন করবে সিএবি কর্তৃপক্ষ। মঙ্গলবার এ বিষয়ে আশ্বস্ত করেন সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। গত বছর দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে শেষ বার বাংলার জার্সি পরেছিলেন শামি। প্রায় এগারো মাস পরে আবার সেই দৃশ্য দেখতে মুখিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীরা।

যুগ্মসচিব বলেন, ‘‘কয়েক দিন আগেও শামিকে খেলানোর ব্যাপারে আবেদনপত্র পাঠানো হয়েছিল বোর্ডকে। তারা জানায়, নভেম্বরের শুরুতে স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের জন্য ছাড়া যাবে না শামিকে। কেরলের বিরুদ্ধে তাই আমরা একটা সুযোগ নিচ্ছি। শামি নিজেও খেলার জন্য মুখিয়ে রয়েছে।’’

শামি নিয়ে চর্চার দিনই সিএবি কর্তারা অধিনায়ক মনোজ তিওয়ারির ইনিংসে মুগ্ধ। সিএবি প্রেসি়ডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘অসাধারণ ইনিংস। সব পরিস্থিতিতেই ২০০ করা কঠিন। খুব ভাল ব্যাট করল। আজকের ইনিংসের পরে আমি ওকে মেসেজ করেছি। গত কাল লাঞ্চের আগে পর্যন্ত মাঠে ছিলাম। ওর সঙ্গে অনেক কথাও হয়। ও আমাদের খুবই প্রিয়।’’

আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়াতেও ঠিক রান পাবে রোহিত’, আশাবাদী কোচ

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে পৃথ্বী-রাহুলকে ওপেনার হিসেবে দেখতে চাইছেন সহবাগ

স্কোরকার্ড
বাংলা ৫১০-৯ (ডি.)
মধ্যপ্রদেশ ১৫-০

বাংলা (আগের দিন ২৪৬-৬-এর পর) (প্রথম ইনিংস)
মনোজ তিওয়ারি ন. আ. ২০১
অনুষ্টুপ ক পাটিদার বো কুলদীপ সেন ১৬
বিবেক সিংহ ক ওঝা বো শুভম ২৮
গনি স্টা. নমন বো শুভম ২৯
বি.অমিত ক আবেশ বো শুভম ১১
অশোক ডিন্ডা বো শুভম ৯
অতিরিক্ত ১৫
মোট ৫১০-৯ (ডি.)
পতন: ১-৪৩ (রামন, ১৮.২), ২-১৭৯ (ঈশ্বরন, ৫৬.৬), ৩-২৩৮ (কৌশিক, ৭৮.৪), ৪-২৩৯ (সুদীপ, ৭৯.৪), ৫-২৭৮ (অনুষ্টুপ, ৯২.২), ৬-৩৩৩ (বিবেক, ১০৬.৫), ৭-৪২৮ (গনি ১৩৫.২), ৮-৪৪৬ (অমিত, ১৩৯.৫), ৯-৪৭৪ (ডিন্ডা, ১৪৩.৫)।
বোলিং: ঈশ্বর পাণ্ডে ২২.৩-৩-৬৫-০, কুলদীপ সেন ২৫-৭-৬৬-২, আবেশ খান ২৮-৫-৮৮-১, অঙ্কিত শর্মা ৩০-৪-৯৭-০, মিহির হিরওয়ানি ৩০-০-১২৩-১, শুভম শর্মা ১৪-১-৫৯-৫।
মধ্যপ্রদেশ (প্রথম ইনিংস)
আর্যমান বিড়লা ন. আ. ৮
অঙ্কিত দানে ন. আ. ৭
অতিরিক্ত ০
মোট ১৫-০
বোলিং: অশোক ডিন্ডা ৫-৩-৬-০, ঈশান পোড়েল ৩-১-৮-০, বি অমিত ১-১-০-০, আমির গনি ১-০-১-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE