Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দ্রাবিড়কে পেয়ে বেশি খুশি সুদীপ

ইরানি ট্রফি ও দেওধর ট্রফিতে ভারত ‘এ’ দলের হয়ে নেমে বড় রান করেছিলেন বাংলার নির্ভারযোগ্য ব্যাটসম্যান সুদীপ। কিন্তু ভারত ‘এ’-র হয়ে বিদেশ সফরের ডাক এই প্রথম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৩:৫০
Share: Save:

দক্ষিণ আফ্রিকা সফরে মাঠে নামার আশায় তো রয়েছেনই। তবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কয়েকটা দিন কাটাতে পারবেন, তাঁর সঙ্গে কাজ করতে পারবেন ভেবে আরও খুশি সুদীপ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ঘোষিত ভারত ‘এ’ দলে বাংলার একমাত্র প্রতিনিধি। এ দিন রাহুল দ্রাবিড়ের দলে ডাক পাওয়ার পর সুদীপ বললেন, ‘‘এটা আমার কাছে একটা বড় সুযোগ। দলে জায়গা পাওয়ার আনন্দ তো আছেই, তবে রাহুল স্যরের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়ার রোমাঞ্চ আরও বেশি। ওঁর মতো একজন বড় ব্যাটসম্যানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যতটা পারব নেওয়ার চেষ্টা করব। এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে?’’

ইরানি ট্রফি ও দেওধর ট্রফিতে ভারত ‘এ’ দলের হয়ে নেমে বড় রান করেছিলেন বাংলার নির্ভারযোগ্য ব্যাটসম্যান সুদীপ। কিন্তু ভারত ‘এ’-র হয়ে বিদেশ সফরের ডাক এই প্রথম। সুদীপ আরও বলছেন, ‘‘ওখানকার পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’’

এ দিকে আবার সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘আশা করেছিলাম বাংলা থেকে আরও ক্রিকেটার এই দলে সুযোগ পাবে। সেটা হয়নি দেখে অবাকই হয়েছি। গত বছর বাংলা দুটো ফর্ম্যাটেই যা খেলেছে তাতে মাত্র এক জনের সুযোগ পাওয়াটা বিস্ময়কর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE