Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গোয়াকে হারাতে মরিয়া ঝুলনেরা

সেমিফাইনালে স্লিপে ঝাপিয়ে ক্যাচ ধরতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পেয়েছিলেন বাংলার অধিনায়ক। তবে সে চোট গুরুতর নয়। ঘরের মাঠে বাংলাকে জেতাতে মরিয়া তিনি।

ত্রয়ী: দুই অস্ত্র দীপ্তি ও নিশা (ডান দিকে)-র সঙ্গে ঝুলন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ত্রয়ী: দুই অস্ত্র দীপ্তি ও নিশা (ডান দিকে)-র সঙ্গে ঝুলন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০৪:০৭
Share: Save:

গ্রুপ পর্যায়ের ম্যাচে গোয়াকে হারিয়েছে বাংলা। মঙ্গলবার সেই গোয়ার বিরুদ্ধেই ইডেনে মেয়েদের সিনিয়র ওয়ান ডে লিগ টুর্নামেন্টের ফাইনালে নামছেন ঝুলন গোস্বামীরা। গ্রপ পর্যায়ের ম্যাচে গোয়াকে হারালেও ফাইনালে তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলার অধিনায়ক। সোমবার অনুশীলন শেষে ঝুলন বলেন, ‘‘গ্রুপ পর্যায়ের ম্যাচে আমরা গোয়াকে হারিয়েছি ঠিকই, কিন্তু ফাইনালের সঙ্গে সেই ম্যাচ গুলিয়ে ফেললে চলবে না। ওরাও ভাল খেলছে বলেই ফাইনালে উঠেছে। সেমিফাইনালে জিতে আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না।’’

সেমিফাইনালে স্লিপে ঝাপিয়ে ক্যাচ ধরতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পেয়েছিলেন বাংলার অধিনায়ক। তবে সে চোট গুরুতর নয়। ঘরের মাঠে বাংলাকে জেতাতে মরিয়া তিনি। ঝুলন বলেন, ‘‘ঘরের মাঠে ফাইনাল খেলার একটা বাড়তি চাপ থাকেই। তবে বিদর্ভকে হারানোর পরে আমরা খুবই আত্মবিশ্বাসী। আশা করছি ফাইনালেও সেই পারফরম্যান্সটা ধরে রাখতে পারব।’’

ওয়ান ডে’র প্রত্যেকটি লিগ ম্যাচেই অর্ধশতরান করেছেন বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মা। তারই সঙ্গে নিশা মাজির দুরন্ত বোলিং আত্মিবিশ্বাস বাড়িয়েছে বাংলা শিবিরে। তবে দলের প্রত্যেক ক্রিকেটারের উপরেই সমান আস্থা রয়েছে বাংলার অধিনায়কের। তিনি বলেন, ‘‘আমাদের দলের প্রত্যেকে খুব ভাল টিমম্যান। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়েই আমরা একটা দল। বাংলার এই ভাল ফলের পিছনে প্রত্যেকের সমান অবদান রয়েছে। তাই ফাইনালেও সে রকমই আশা করছি।’’

রবিবার সেমিফাইনাল খেলার পরের দিনই অনুশীলন করেছেন বাংলার মেয়েরা। বড়দিন উপলক্ষ্যে কেক-ও কাটা হয়েছে প্র্যাক্টিস শেষে। ক্রিকেটারদের পাশাপাশি চুড়ান্ত আত্মবিশ্বাসী বাংলার কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গোয়াকে হারিয়েই নতুন বছর শুরু করতে চান বাংলার কোচ। তিনি বলেন, ‘‘ম্যাচের পরের দিন প্রত্যেকে অনুশীলনে এসেছে। দেখে বোঝা যাচ্ছে ওদের মধ্যে জেতার খিদে কতটা রয়েছে। এ বার বড় পরীক্ষা। ভাল ফল নিয়েই পাশ করতে চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE