Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bhuvneshwar Kumar

টি২০ র‌্যাঙ্কিংয়ে উন্নতি ভুবি-শিখরের, পিছলেন বিরাট

শুধু উইকেট নেওয়াই নয়, পাওয়ার প্লে এবং ডেথ ওভারে ভুবির বোলিং-ই এই টি২০ সিরিজে ভারতের সাফল্যের অন্যতম কারণ।

অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে ভুবনেশ্বর কুমার। ছবি: এএফপি।

অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে ভুবনেশ্বর কুমার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৮
Share: Save:

দক্ষিণ আফ্রিকা সফরে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে টি২০ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হল ভুবনেশ্বর কুমারের। র‌্যাঙ্কিং তালিকায় ২০ ধাপ উঠে এলেন ভুবি। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ভুবি বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় ১২ নম্বরে আছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে তিন ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর।

শুধু উইকেট নেওয়াই নয়, পাওয়ার প্লে এবং ডেথ ওভারে ভুবির বোলিং-ই এই টি২০ সিরিজে ভারতের সাফল্যের অন্যতম কারণ।

ভুবনেশ্বরের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শিখর ধবনেরও। তিনটি টি২০ ম্যাচে মোট ১৪৩ রান করেন ভারতীয় দলের ‘গব্বর’। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে র‌্যাঙ্কিং তালিকায় ২৮তম স্থানে উঠে এলেন তিনি।

আরও পড়ুন: শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকস্তদ্ধ ক্রীড়ামহল

আরও পড়ুন: ইংল্যান্ডের জন্য আমরা এ বার তৈরি, বলছেন ভুবি

তবে, ভুবি-শিখরের র‌্যাঙ্কিংয়ের উন্নতি হলেও র‌্যাঙ্কিং তালিকায় অবনতি হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহালির। র‌্যাঙ্কিং তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE