Advertisement
১৬ এপ্রিল ২০২৪

স্পিনার না খেলানো নিয়ে চর্চা বর্ডারদের

ভারতীয় বোলারদের ভুল থেকে শিক্ষা নিয়ে অস্ট্রেলিয়ার পেসাররা পার‌্‌থে ভাল বোলিং করবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের বোলাররা প্রয়োজনের চেয়ে বেশিই শর্ট বল করেন বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সারা দিনে ছয় উইকেট ফেলতে পেরেছে ভারত। 

আশাবাদী: লায়নের দিকে তাকিয়ে অ্যারন ফিঞ্চ। ফাইল চিত্র

আশাবাদী: লায়নের দিকে তাকিয়ে অ্যারন ফিঞ্চ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৪:৩০
Share: Save:

ভারতীয় বোলারদের ভুল থেকে শিক্ষা নিয়ে অস্ট্রেলিয়ার পেসাররা পার‌্‌থে ভাল বোলিং করবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের বোলাররা প্রয়োজনের চেয়ে বেশিই শর্ট বল করেন বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সারা দিনে ছয় উইকেট ফেলতে পেরেছে ভারত।

একটি ওয়েবসাইটে তিনি নিজের কলামে লিখেছেন, ‘‘ভারতীয় বোলারদের প্রচুর বল অফস্টাম্পের বাইরে দিয়ে চলে গিয়েছে। সেগুলো বাদ দিলে ওদের পারফরম্যান্স আরও ভাল হত। যদিও খারাপ বোলিং করেনি, তবে বড্ড শর্ট বল করেছে ইশান্তরা।’’

অন্য দিকে, আর এক প্রাক্তন তারকা ব্যাটসম্যান মাইক হাসি মনে করেন স্পিনার আর অশ্বিনকে না পাওয়াটা ভারতের পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বলেছেন, ‘‘আমি হলে অবশ্যই অশ্বিনকে নিতাম। দলের ভারসাম্য বজায় রাখার জন্য এটা করতেই হত।’’

বর্ডার অবশ্য ভারতের বিশেষজ্ঞ স্পিনার না নিয়ে খেলতে নামায় অবাক নন। তিনি লিখেছেন, ‘‘ভারতের পার্ট টাইম স্পিনার হনুমা বিহারী দু’টো উইকেট পেলেও আমার কিন্তু মনে হয়, এটা সিমারদের সহায়ক উইকেটই।’’

এ দিকে ইনিংস এখনও শেষ না হলেও ভারতীয় ব্যাটসম্যানদের আটকানোর ছক কষা শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া শিবিরে। পার‌্েথর উইকেটে যা বাউন্স, তাতে নেথান লায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন তাঁদের ওপেনার অ্যারন ফিঞ্চ। লড়াইটাও জমজমাট হতে চলেছে বলে তাঁর ধারণা।

শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন মার্কাস হ্যারিসের সঙ্গে ১১২ রানের পার্টনারশিপ গড়েন ফিঞ্চ। দিনের শেষে অস্ট্রেলিয়া ২৭৭-৬। বিকেলে সাংবাদিকদের সামনে এসে ফিঞ্চ বলেন, ‘‘ম্যাচটা মনে হচ্ছে খুব জমে যাবে। দুই দলকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।’’ লায়ন সম্পর্কে ফিঞ্চ বলেন, ‘‘উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। লায়ন এখানে বোলিং উপভোগ করবে।’’ পার‌্‌থের নতুন স্টেডিয়ামের পিচ-চরিত্র নিয়ে জিজ্ঞাসা করায় ফিঞ্চ বলেন, ‘‘এই উইকেটে বল মাঝে মাঝে যে রকম নাটকীয় ভাবে সিম করছে, তাতে ব্যাটসম্যানদের সতর্ক থাকতেই হবে। কিন্তু কিছু মারার বল তো আসেই। সেই বলগুলোর জন্য অপেক্ষা করতেই হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE