Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Virat Kohli

বক্সিং ডে টেস্টে দ্রাবিড়কে টপকে যাওয়ার হাতছানি কোহালির সামনে

২০০২ সালে এক ক্যালেন্ডার বর্ষে অ্যাওয়ে টেস্টে ১১৩৭ রান করেছিলেন দ্রাবিড়। সেটাই এখনও পর্যন্ত ভারতীয় রেকর্ড। এর আগে ১৯৮৩ সালে মোহিন্দার অমরনাথের ১০৬৫ রান ছিল রেকর্ড। অমরনাথকে ভেঙে নতুন রেকর্ড গড়েন দ্রাবিড়।

বিরাট কি পারবেন নতুন কীর্তি গড়তে? ছবি: এএফপি।

বিরাট কি পারবেন নতুন কীর্তি গড়তে? ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭
Share: Save:

দরকার আর ৮২ রান। বক্সিং ডে টেস্টে যা করে ফেললেই রাহুল দ্রাবিড়কে টপকে যাবেন বিরাট কোহালি। গড়বেন নতুন নজির। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ভারত অধিনায়কের দিকে তাই নজর থাকবে ক্রিকেটমহলের।

২০০২ সালে এক ক্যালেন্ডার বর্ষে অ্যাওয়ে টেস্টে ১১৩৭ রান করেছিলেন দ্রাবিড়। সেটাই এখনও পর্যন্ত ভারতীয় রেকর্ড। এর আগে ১৯৮৩ সালে মোহিন্দার অমরনাথের ১০৬৫ রান ছিল রেকর্ড। অমরনাথকে ভেঙে নতুন রেকর্ড গড়েন দ্রাবিড়।

চলতি বছরে কোহালি এখনও পর্যন্ত করে ফেলেছেন ১০৫৬ রান। দ্রাবিড়কে টপকে যেতে ভারত অধিনায়কের দরকার ৮২ রান। যে ফর্মে রয়েছেন, তাতে এই রেকর্ড তাঁর দখলে আসতেই পারে। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টে ৪৭.৬৭ গড়ে তিনি করেছিলেন ২৮৬ রান। তার মধ্যে সেঞ্চুরিয়নে তিন অঙ্কের রান ছিল। ইংল্যান্ডে পাঁচ টেস্টে প্রায় ৫৮ গড়ে করেছিলেন ৫৯৩ রান।

আরও পড়ুন: ন্যু ক্যাম্পে সৌরভ, পেলেন ‘দাদা’ লেখা বার্সার জার্সি

আরও পড়ুন: সমালোচকদের একহাত নিলেন শাস্ত্রী, লক্ষ্য কি গাওস্কর?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে অ্যাডিলেডে দুই ইনিংসে ৩ ও ৩৪ রান করেছিলেন। পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৩ রান করেন। চার টেস্টের সিরিজ এখন ১-১।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE