Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

লর্ডসে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নেই বুমরা

বুমরা ফিট হননি এখনও। পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কয়েকদিন লাগবে তাঁর। নেটে অবশ্য নিয়মিত বল করছেন। নিজেকে ফিট করে তুলতে অক্লান্ত খাটছেনও। কিন্তু, ম্যাচে নামার পরিস্থিতিতে আসেননি।

বুমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এখনও। ছবি টুইটারের সৌজন্যে।

বুমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এখনও। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৩:০৩
Share: Save:

প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতীয় শিবিরে আরও এক খারাপ খবর। পেসার জসপ্রীত বুমরাকে বৃহস্পতিবার লর্ডসে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও সম্ভবত পাবে না টিম ইন্ডিয়া।

বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছিল তার। তার পরেও সিরিজের প্রথম তিন টেস্টের দলে তাঁকে রেখেছিলেন জাতীয় নির্বাচকরা। মনে করা হচ্ছিল,সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে খেলার পরিস্থিতিতে চলে আসবেন তিনি। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বুমরাকে দলে রাখা হল। ফিটনেসের ওপর ভিত্তি করে দ্বিতীয় টেস্টের দল নির্বাচনে ও বিবেচিত হতে পারে।’

কিন্তু, বুমরা ফিট হননি। যা খবর, পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কয়েকদিন লাগবে তাঁর। নেটে অবশ্য নিয়মিত বল করছেন তিনি। নিজেকে ফিট করে তুলতে অক্লান্ত খাটছেনও। কিন্তু, ম্যাচে নামার পরিস্থিতিতে আসেননি। পাঁচদিনের ফরম্যাট বলেই ঝুঁকি বেশি। দুই ইনিংসে বল করতে হবে তাঁকে। অনেকক্ষণ সময় থাকতে হবে ফিল্ডিংয়ে। আয়ারল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চোট পান তিনি। ইংল্যান্ডে অস্ত্রোপচার হওয়ার পর দেশে ফিরে এসেছিলেন তিনি। তখন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছিলেন বিরাট কোহালিরা। এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে বুমরা যোগ দেন শিবিরে। তাঁর সঙ্গেই দলে যোগ দেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, চেতেশ্বর পূজারারা।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন বুমরা। ছবি টুইটারের সৌজন্যে।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় বোলাররা অবশ্য ভালই বল করেছেন। বিপক্ষের কুড়ি উইকেট নিয়েছেন। কিন্তু, ক্রিকেটমহল মনে করছে সুস্থ হলে উমেশ যাদবের জায়গায় লর্ডসে খেলতেই পারতেন বুমরা। এজবাস্টনে দুই ইনিংসে মোট তিন উইকেট নিয়েছেন বুমরা। প্রথম ইনিংসে দিয়েছিলেন ৫৬ রান। দ্বিতীয় ইনিংসে সাত ওভারে দেন ২০ রান। তাঁকে বসিয়ে বুমরা প্রথম এগারোয় আসতেই পারতেন বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁর অ্যাকশন লর্ডসে বেশ কার্যকরী হতে পারত। চলতি বছরের শুরুতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। যা ভারতের টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছিল।

আরও পড়ুন: কোহালিকেই সেরা ব্যাটসম্যান বাছলেন ব্রিয়ারলি

আরও পড়ুন: হোল্ডিং দলে চান পূজারাকে, বদলে সায় নেই সৌরভের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Indian Cricket Jasprit Bumrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE