Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পেলেকে ইডেনে আনার চেষ্টা

ভারতীয় ফুটবলের উন্নতির কাজে ফুটবল-সম্রাটকে কী ভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই চর্চা করবেন সাতাত্তরের বাগান অধিনায়ক সুব্রত ভট্টাচার্য। মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে দাঁড়িয়ে সুব্রত বলছিলেন, ‘‘আটত্রিশ বছর আগে পেলেকে এত কাছে পেয়েও কথা বলা হয়নি। কেন না সে সময় আমাদের বেশি আগ্রহ ছিল পরের ডার্বি ম্যাচ নিয়ে। এ বার তাই দেখা হলেই ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করব।’’

পেলের জন্য বিশেষ জার্সি নিয়ে তাঁরই সাতাত্তরের প্রতিদ্বন্দ্বী সুব্রত ভট্টাচার্য।—নিজস্ব চিত্র

পেলের জন্য বিশেষ জার্সি নিয়ে তাঁরই সাতাত্তরের প্রতিদ্বন্দ্বী সুব্রত ভট্টাচার্য।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share: Save:

ভারতীয় ফুটবলের উন্নতির কাজে ফুটবল-সম্রাটকে কী ভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই চর্চা করবেন সাতাত্তরের বাগান অধিনায়ক সুব্রত ভট্টাচার্য। মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে দাঁড়িয়ে সুব্রত বলছিলেন, ‘‘আটত্রিশ বছর আগে পেলেকে এত কাছে পেয়েও কথা বলা হয়নি। কেন না সে সময় আমাদের বেশি আগ্রহ ছিল পরের ডার্বি ম্যাচ নিয়ে। এ বার তাই দেখা হলেই ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করব।’’
সুব্রতর পাশেই তখন দাঁড়িয়ে দীপেন্দু বিশ্বাস। আগের বিশ্বকাপে পেলের দেশ ঘুরে এলেও, স্বপ্নের নায়কের সঙ্গে দেখা হয়নি। তবে তিনিও জানালেন কী ভাবে তাঁকে আদর্শ করেই ফুটবলকে বেছে নেওয়া তাঁর। বলছিলেন, ‘‘পেলের থেকেই ১০ নম্বর জার্সির ওপর আকর্ষণ। আমি ভাগ্যবান যে কলকাতার তিন বড় ক্লাবে ১০ নম্বর জার্সি পরেই খেলেছি।’’ এ দিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-ও। চেষ্টা হচ্ছে, পেলেকে ইডেনে নিয়ে যাওয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE