Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নির্বাচক নিয়ে নিষ্ক্রিয় সিএবি

নতুন গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেদের পদে বহাল রয়েছেন বাংলার সিনিয়র দলের দুই নির্বাচক ও জুনিয়র নির্বাচক কমিটির তিন সদস্য। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:৫৫
Share: Save:

নতুন গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেদের পদে বহাল রয়েছেন বাংলার সিনিয়র দলের দুই নির্বাচক ও জুনিয়র নির্বাচক কমিটির তিন সদস্য।

সম্প্রতি আনন্দবাজারে তথ্য তুলে ধরে প্রমাণ করা হয়, সিএবি-র নতুন গঠনতন্ত্রে নির্বাচকদের জন্য যে যোগ্যতামান নির্ধারণ করা হয়েছে, কয়েক জন নির্বাচকের সেই যোগ্যতা নেই। সিনিয়র নির্বাচকদের অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ এবং জুনিয়র নির্বাচকদের অন্তত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে, এমনই লেখা রয়েছে নতুন গঠনতন্ত্রে। কিন্তু কয়েক জন নির্বাচক সেই যোগত্যামান পূরণ করছেন না। এ ব্যাপারে সিএবি-র শীর্ষকর্তারাও নীরব। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি নন। যুগ্মসচিব অভিষেক ডালমিয়া শুক্রবার বলেছিলেন, কাল উত্তর দেবেন।

কিন্তু শনিবারও তিনি কোনও জবাব দেননি। দেখা যাচ্ছে, যোগ্যতামান না থাকা সত্ত্বেও বহাল রয়েছেন নির্বাচকেরা। প্রশ্ন উঠছে, এর পরেও কেন চুপ থাকবেন সিএবি কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket CAB Cricket Association of Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE