Advertisement
২০ এপ্রিল ২০২৪
আজ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার

বিবি-র চোট, ভরসা ক্রি‌শ্চিয়ানো

এক সময়ের ইতালীয় ঘরের লিগ সেরি এ-র ছবিটা ঠিক এ রকম ছিল। মার্কো ফান বাস্তেন, রুড খুলিটের মতো বিশ্বসেরা ফুটবলাররা। এসি মিলান, ইন্টার মিলানের মতো দাপুটে দল। সমর্থকে ঠাসা গ্যালারি। স্বপ্নের সব প্রতিদ্বন্দ্বিতা। এই মুহূর্তে যেন সেই ইতালীয় লিগের মতোই মহাউজ্জ্বল লা লিগা। রিয়াল মাদ্রিদ, বার্সেলানোর মতো সফল দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির মতো ব্যালন ডি’অর জয়ীরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০৩:১৫
Share: Save:

এক সময়ের ইতালীয় ঘরের লিগ সেরি এ-র ছবিটা ঠিক এ রকম ছিল। মার্কো ফান বাস্তেন, রুড খুলিটের মতো বিশ্বসেরা ফুটবলাররা। এসি মিলান, ইন্টার মিলানের মতো দাপুটে দল। সমর্থকে ঠাসা গ্যালারি। স্বপ্নের সব প্রতিদ্বন্দ্বিতা। এই মুহূর্তে যেন সেই ইতালীয় লিগের মতোই মহাউজ্জ্বল লা লিগা। রিয়াল মাদ্রিদ, বার্সেলানোর মতো সফল দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির মতো ব্যালন ডি’অর জয়ীরা।

তাই তো বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের আগে প্রশ্ন একটাই, বিশ্বের অন্যতম শক্তিশালী লা লিগা থেকে এক সেরা দল রিয়াল মাদ্রিদ যখন দুর্বল সেরি এ-র সেরা দল জুভেন্তাসের বিরুদ্ধে খেলবে তার পরিণতি কী হবে? ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠার মতো ফের ইউরোপের ক্লাব ফুটবলের সেরা মঞ্চে ইতালীয় ফুটবলের লাভা উদগীরণ দেখা যাবে? না যা স্বাভাবিক, প্রত্যাশিত, সেটাই হবে? অর্থাত্ টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়ার শেষ ধাপে পৌঁছনোর রাস্তা গড়বে ফেভারিট রিয়াল? খেলাটা শুধু রিয়াল বনাম জুভেন্তাস-ই নয়। খেলাটা দুই ভিন্ন ঘরানার মধ্যেও। এক দিকে স্প্যানিশ ধাঁচের আক্রমণ। আটকাবে নিশ্চিদ্র ইতালীয় রক্ষণ। জুভেন্তাসের ঘরের মাঠে লড়াইয়ের আগে অবশ্য রিয়ালের ত্রাতাই হয়ে উঠেছেন কাঁটা। রোনাল্ডোই এখন যেন রিয়াল সমস্যা। গোলের মধ্যে থাকলেও বিতর্কের মধ্যেও আছেন সিআর সেভেন। সতীর্থের গোলে তাঁর উপর রাগ দেখাচ্ছেন। সমর্থকদের টিটকিরির শিকার হচ্ছেন। শোনা যাচ্ছে, ক্লাব কর্তারা যে কারণে এখন থেকেই নাকি সতর্ক করে দিয়েছেন পর্তুগিজ মহাতারকাকে—মাঠে আবেগকে নিয়ন্ত্রণ করো। তবে আগের সেভিয়া ম্যাচেই হ্যাটট্রিক রোনাল্ডো এতটাই আত্মবিশ্বাসী যে, গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচের আগে অনুশীলন করার থেকেও বেশি মন দিলেন পোকার খেলায়। ‘বিবিসি’-র বাকি দু’জনের ফিটনেস নিয়ে আবার প্রশ্ন রয়েছে। চোটের জন্য বুধবারের ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন বেঞ্জিমা। বেল-ও শোনা যাচ্ছে পুরো ফিট নন। ফলে সেন্টার ফরোয়ার্ডে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গোল করা জাভিয়ের হার্নান্দেজই হয়তো থাকবেন। যিনি বলেছেন ফাইনাল পৌঁছনোর রাস্তা কতটা কঠিন। ‘‘জুভেন্তাস খুব ভাল দল। ওরা সব সময় লড়াই করে যায়। খুব ভাল প্রতিভা আছে দলে। তা ছাড়া রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যে দলই খেলে তারা এমনিতেই তেতে থাকে।’’

এক দিকে রোনাল্ডোময় রিয়াল হলে, জুভেন্তাস সমর্থকরাও স্বপ্ন দেখছেন ফাইনালে বার্লিন যাওয়ার। আর সেই স্বপ্নপূরণের দায়িত্ব পড়তে চলেছে কার্লোস তেভেজের উপর। গোটা মরসুমই দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্তিনা স্ট্রাইকার। তেভেজের থেকে সতর্ক থাকার পরামর্শ রিয়ালকে দিয়েছেন আটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ‘‘নক আউটে জুভেন্তাস সব সময় ভাল খেলে। যে দলে তেভেজ আছে বিপক্ষকে সতর্ক থাকতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE