Advertisement
২৪ এপ্রিল ২০২৪

চূড়ান্ত ব্যর্থ অ্যাজার, পয়েন্ট নষ্ট করল চেলসিও

ব্রিটিশ ট্যাবলয়েডে লেখা হচ্ছে, এডেন অ্যাজ়ারের সঙ্গে গোপন চুক্তি করেছে চেলসি। আর এই চুক্তির জল্পনা শুরু হতেই দুরন্ত ফর্মে খেলতে শুরু করেন অ্যাজ়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ গোল করে ফেলেন। সঙ্গে গত সপ্তাহে কার্ডিফ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪১
Share: Save:

ব্রিটিশ ট্যাবলয়েডে লেখা হচ্ছে, এডেন অ্যাজ়ারের সঙ্গে গোপন চুক্তি করেছে চেলসি। আর এই চুক্তির জল্পনা শুরু হতেই দুরন্ত ফর্মে খেলতে শুরু করেন অ্যাজ়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ গোল করে ফেলেন। সঙ্গে গত সপ্তাহে কার্ডিফ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক।

চেলসির নতুন ম্যানেজার মাউরিসিয়ো সাররিরও কিন্তু অ্যাজ়ারকে নিয়ে উচ্ছ্বাসটা কম নয়। এও বলেছিলেন যে, তাঁর এই তারকা স্ট্রাইকার বিশ্বের অন্যতম সেরা। কম যাননি চেলসির আর এক ফুটবলার মাতেয়ো কোভাচিচও। তাঁর কথায়, অ্যাজ়ার হচ্ছেন ‘অবিশ্বাস্য প্রতিভা’! কিন্তু কোনও কোনও দিন যে ‘অবিশ্বাস্য প্রতিভা’কেও নিষ্প্রভ দেখায়, তার সেরা উদাহরণ বোধহয় ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে দেখা গেল রবিবার। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবলে এক সময় শীর্ষে উঠে আসা চেলসি কার্যত মুখ থুবড়ে পড়ল। এটা হয়েছে কারণ দিনটা অ্যাজ়ারের ছিল না। খুব খারাপ খেললেন তিনি। কতটা খারাপ, তা বোঝাতে ৭৫ মিনিটের একটি ঘটনাই যথেষ্ট। ৩০ গজ দূর থেকে তিনি এমন একটা বল পেলেন যেখানে সামনে মাত্র একজন ডিফেন্ডার। তাঁকে কাটাতে পারলেই অরক্ষিত গোলরক্ষক। আর গোলে শট মারলে ১-০ না হওয়ার কারণ নেই। কিন্তু অ্যাজ়ার করলেন ঠিক উল্টো। বল ধরে তিনি আলভারো মোরাতাকে পাস দিতে গেলেন। সে পাসটাও ভুল। গোটা ম্যাচ জুড়ে এমন ঘটনা বিচ্ছিন্ন নয়। অথচ ইউরোপা লিগে সালোনিকার বিরুদ্ধে খেলায় তাঁকে বিশ্রাম দেন সাররি। হয়তো ভেবেছিলেন, ইপিএলের কঠিন মঞ্চে তরতাজা অ্যাজ়ারকে পাবেন। কিন্তু সেটা করেও লাভ হল না। লন্ডন ডার্বিতে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। যে কারণে, ইপিএল টেবলে ছ’টি ম্যাচ খেলে সব ক’টি জিতে লিভারপুলই শীর্ষে থাকল। ১৬ পয়েন্ট তুলে ম্যাঞ্চেস্টার সিটি এখন দু’নম্বরে। চেলসি তিনে। তাদের পয়েন্ট ১৬। ম্যান সিটি সাররির দলের চেয়ে এগিয়ে গিয়েছে বেশি গোল করে। এ দিকে, নিজেদের ঘরের মাঠে এ দিন আর্সেনাল ২-০ হারাল এভার্টনকে। ৫৬ ও ৫৯ মিনিটে গোল করলেন আলেকজান্দ্রে লাকাজেত ও পিয়ের এমেরিক আবুমেয়াং। আর্সেনালের পয়েন্ট এখন ৬ ম্যাচে ১২। লিগ টেবলে গানার্সরা আপাতত ছ’নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE