Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পঞ্জাবকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ব্রেন্ডন ম্যাকালামের (৪৪ বলে ৬৬) ব্যাটিং আর অশ্বিন-জাডেজা স্পিন জুটির দাপট আইপিএল পয়েন্ট টেবলে শীর্ষে তুলল চেন্নাই সুপার কিঙ্গসকে। শনিবার ঘরের মাঠ চিপকে মহেন্দ্র সিংহ ধোনিরা ৯৭ রানে হারালেন পঞ্জাব কিঙ্গস ইলেভেনকে। রাজস্থান রয়্যালসের সঙ্গে একই পয়েন্ট (১০) হলেও এক ম্যাচ কম খেলায় শেন ওয়াটসনদের টপকে গেল চেন্নাই।

ওয়ার্নারকে ফিরিয়ে ‘বিনয়ী’ মালিঙ্গা।

ওয়ার্নারকে ফিরিয়ে ‘বিনয়ী’ মালিঙ্গা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০৩:১৪
Share: Save:

ব্রেন্ডন ম্যাকালামের (৪৪ বলে ৬৬) ব্যাটিং আর অশ্বিন-জাডেজা স্পিন জুটির দাপট আইপিএল পয়েন্ট টেবলে শীর্ষে তুলল চেন্নাই সুপার কিঙ্গসকে। শনিবার ঘরের মাঠ চিপকে মহেন্দ্র সিংহ ধোনিরা ৯৭ রানে হারালেন পঞ্জাব কিঙ্গস ইলেভেনকে। রাজস্থান রয়্যালসের সঙ্গে একই পয়েন্ট (১০) হলেও এক ম্যাচ কম খেলায় শেন ওয়াটসনদের টপকে গেল চেন্নাই।

ম্যাকালাম ছাড়াও মিডল অর্ডারে ধোনির (২৭ বলে ৪১ ন.আ) মারকাটারি ব্যাটিংয়ে ১৯২-৩ তুলেছিল চেন্নাই। জবাবে ৯৫-৯ তেই থেমে যায় কিঙ্গসের ইনিংস। সিএসকে-র দুই স্পিনার রবীন্দ্র জাডেজা (৩-২২) আর রবিচন্দ্রন অশ্বিনই (২-১৪) তুলে নেন পাঁচ উইকেট। পঞ্জাব ক্যাপ্টেন জর্জ বেইলি দলে ফেরায় গ্লেন ম্যাক্সওয়েল এ দিন নামেননি। মারকুটে অস্ট্রেলিয়ানের অভাবটাও হাড়েহাড়ে টের পেল পঞ্জাব। মুরলী বিজয় (৩৪) ছাড়া আর কোনও কিঙ্গস ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি এ দিন। এ দিকে আবার ছন্দে ফিরল লাসিথ মালিঙ্গা আর তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সও। শনিবার শ্রীলঙ্কান ফাস্ট বোলারের দাপটে মুম্বই ২০ রানে হারাল সানরাইজার্সকে। সাত ম্যাচে রোহিত শর্মার টিমের দু’নম্বর জয়। লেন্ডল সিমন্স (৫১) আর কায়রন পোলার্ড (৩৩) ছাড়া ঘরের মাঠে মুম্বইয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেউ রান পাননি এ দিন। ভুবনেশ্বর কুমার (৩-২৬), প্রবীণ কুমার (২-৩৫), ডেল স্টেইনরা (২-৩৮) মুম্বইকে ১৫৭-৮ এর বেশি এগোতে দেয়নি। ফের ওপেনারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই ডোবাল সানরাইজার্সকে। শিখর ধবন (৪২) ও ডেভিড ওয়ার্নার (৯) দলের ৫২ রানের মধ্যে ফিরতেই সানরাইজার্সের ব্যাটিং কঙ্কালটা বেড়িয়ে পড়ে। লোকেশ রাহুল (২৫) কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু মালিঙ্গা আর মিশেল ম্যাকক্লেনাঘানের (৩-২০) জোড়া আক্রমণে সানরাইজার্সের ইনিংস ১৩৭-৮ থেমে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE