Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পূজারাই উজ্জীবিত করেছে বড় ইনিংস খেলতে: বিরাট

রবিবার কোটলায় টেস্টে তাঁর ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পরে চেতেশ্বর পূজারার মুখোমুখি হয়েছিলেন কোহালি। বিসিসিআই টিভি-র সাক্ষাৎকারে। পূজারা প্রথমেই জানতে চান, কী ভাবে টানা এ রকম ইনিংস খেলা সম্ভব হচ্ছে?

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০৩:২৩
Share: Save:

তাঁর মনঃসংযোগ আর বড় ইনিংস খেলার ক্ষমতা এখন ক্রিকেট দুনিয়ায় বিস্ময়ের সৃষ্টি করেছে। কী ভাবে ধারাবাহিক ভাবে এত লম্বা ইনিংস খেলে চলেছেন বিরাট কোহালি?

রবিবার কোটলায় টেস্টে তাঁর ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পরে চেতেশ্বর পূজারার মুখোমুখি হয়েছিলেন কোহালি। বিসিসিআই টিভি-র সাক্ষাৎকারে। পূজারা প্রথমেই জানতে চান, কী ভাবে টানা এ রকম ইনিংস খেলা সম্ভব হচ্ছে? জবাবে কোহালি বলেন, ‘‘আমি এখন সব সময় বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নামি। যেটা আমি তোমাকে দেখে শিখেছি। আরও শিখেছি কী ভাবে মনঃসংযোগ ঠিক রাখতে হয়। কী ভাবে বড় ইনিংস খেলতে হয়।’’ যা শোনা মাত্রই কোহালিকে থামিয়ে দিয়ে পূজারা বলেন, ‘‘অনেক ধন্যবাদ এ কথা বলার জন্য।’’ কোহালি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘‘না, না ধন্যবাদের কিছু নেই। পূজারার মনঃসংযোগ, পূজারার বড় ইনিংস খেলার মানসিকতা আমাকে উদ্বুদ্ধ করে। টিমের জন্য খেলে যেতে হয় বলে ক্লান্তও লাগে না।’’

পূজারা জানতে চান, কী ভাবে কোহালি সব ধরনের ফর্ম্যাটে এই রকম ধারাবাহিক ভাবে রান করে আসছেন। জবাব আসে, ‘‘আমি নিজের ফিটনেসের ওপর সব সময় জোর দিয়েছি। ডায়েট, ট্রেনিং এ সব নিয়মিত রুটিন মেনে করেছি। যার ফলটা এখন পাচ্ছি। আমি জানি পরের দিকে আমাদের কাজটা কঠিন হয়ে যাবে। তাই যতটা সম্ভব সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসে ধরে রাখতে চাইছি। যাতে ভবিষ্যতে এর সুফলটা পাওয়া যায়।’’

পূজারা বলছিলেন, তিনি সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে কোহালিকে দেখছেন। সেই কোহালি এবং এই কোহালির মধ্যে অনেক পার্থক্য। চেহারা থেকে খেলা— সবই অনেক বদলে গিয়েছে। কখন থেকে তাঁর জীবনে এই পরিবর্তন এল? পুজারার প্রশ্ন শুনে কোহালি বলেন, ‘‘২০১২ সালের আইপিএল থেকে।’’ সেই অভিজ্ঞতা নিয়ে কোহালি বলেন, ‘‘আমি ওই সময় বেশ ভাল ফর্মে ছিলাম। চেয়েছিলাম, আইপিএলে ভাল কিছু করতে। সব ভারতীয় ক্রিকেটারই ওই মঞ্চে পারফর্ম করতে চায়। কিন্তু আমি সে বার পারিনি।’’

সেই ব্যর্থতার পরে কী হয়েছিল, সেটাও বলেছেন কোহালি। ‘‘আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলাম। আমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না। আমার অভ্যেস খারাপ হয়ে যাচ্ছিল।’’ সেখান থেকে ঘুরে দাঁড়ালেন কী ভাবে, তাও বলেছেন ভারত অধিনায়ক, ‘‘আমি পরের দিন সকালে উঠে নিজেকে আয়নায় দেখে চমকে যাই। নিজেকে বলি, এ ভাবে চলতে পারে না। নিজেকে বদলাতে হবে। তার পর থেকে আমি সব কিছু বদলে ফেলি। আমার ডায়েট, আমার ট্রেনিং সব কিছু। জিমের সময় বাড়িয়ে দিই। প্রত্যেক দিন ঘণ্টা দু’য়েক করে জিমে সময় কাটাতে থাকি। যার ফলটা এখন পাচ্ছি।’’

টেস্টের পরে কি এ বার ওয়ান ডে-তেও কোহালির থেকে ডাবল সেঞ্চুরি আশা করা যেতে পারে? পূজারার প্রশ্ন ছিল তাঁর অধিনায়ককে। যার জবাবে কোহালি বলেন, ‘‘আমি সে সব নিয়ে আগে থেকে পরিকল্পনা করতে পারি না। তবে হ্যাঁ, আমি যদি সময় পাই তা হলে একবার চেষ্টা করে দেখব। আমি দু’বার ডাবলের কাছাকাছি এসে পারিনি।’’ এর পরে যোগ করেন, ‘‘রোহিত (শর্মা)-র দু’টো ডাবল আছে ওয়ান ডে-তে। আসলে পরের দিকে রোহিত এতটাই বিধ্বংসী হয়ে যায় যে ওকে থামানো কঠিন হয়ে পড়ে। আমি শুধু বলব, সময় পেলে অবশ্যই চেষ্টা করব।’’

খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE