Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

চায়না ওপেনের প্রি-কোয়ার্টারে সিন্ধু, ছিটকে গেলেন সাইনা

শুরু থেকেই ম্যাচের উপর দখল নিয়ে নিয়েছিলেন সিন্ধু। একটা সময় ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন ১৩-৭-এ। খুব সহজেই প্রথম গেম নিজের পকেটে পুরে নিয়েছিলেন তিনি।

পিভি সিন্ধু-সাইনা নেহওয়াল।

পিভি সিন্ধু-সাইনা নেহওয়াল।

সংবাদ সংস্থা
চ্যাংঝৌ শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০০
Share: Save:

একই দিনে চায়না ওপেনে মিশ্র ফল ভারতের। দেশের দুই সেরা শাটলারের মধ্যে একজন ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। আর একজন পৌঁছে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় বাছাই পিভি সিন্ধু হারালেন বিশ্বের ৩৯ নম্বর জাপানের সায়েনা কাওয়াকামিকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। ২০১৬-য় চায়না ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু।

শুরু থেকেই ম্যাচের উপর দখল নিয়ে নিয়েছিলেন সিন্ধু। একটা সময় ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন ১৩-৭-এ। খুব সহজেই প্রথম গেম নিজের পকেটে পুরে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় গেমে সিন্ধু ৬-০ লিড নিয়ে এগিয়ে গেলেও একটা সময় প্রতিপক্ষের থেকে ১০-৮-এ পিছিয়ে পড়েও বিরতির আগে ঘুরে দাঁড়ান ১১-৯-এ। ব্রেকের পর সিন্ধু ১৫-১১ গিয়ে আটটি ম্যাচ পয়েন্ট তুলে নেন। সহজেই জিতে নেন ম্যাচ।

একই দিনে হতাশ করলেন দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সাইনা নেহওয়াল। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যাঁর হাতে উঠেছিল চায়না ওপেন চ্যাম্পিয়নশিপ পদক। সেটা ২০১৪ সাল। কিন্তু ২০১৮ চায়না ওপেনের শুরুতেই ছিটকে গেলেন তিনি। ৪৮ মিনিটেরলড়াইয়ে তিনি ২২-২০, ৮-২১, ১৪-২১-এ হারলেন কোরিয়ার সাং জি হুনের কাছে।

মেনস ডবলসে চাইনিজ তাইপের লিয়াও মিন চুন ও সু চিং হেং জুটিকে ১৩-২১, ২১-১৩, ২১-১২তে হারিয়ে দিল মানু অত্রী ও সুমিথ রেড্ডি জুটি। ৩৯ মিনিটের লড়াই শেষে দ্বিতীয় রাইন্ডে পৌঁছে গেলেন তাঁরা।

আরও পড়ুন
বেলজিয়ামের ব্রাসেলসে রানার্স বাংলার ঋতুপর্ণা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE