Advertisement
২৫ এপ্রিল ২০২৪
CHis Gayle

সান্তার কাছে ক্রিস গেল কী চাইলেন জানেন?

এখন বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। কানাডিয়ান গ্লোবাল টি২০ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ,  সাউথ আফ্রিকান এমজানসি সুপার লিগে নিজের উপস্থিতির সাক্ষর রেখেছেন তিনি।

ক্রিস গেইল। ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

ক্রিস গেইল। ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:১৯
Share: Save:

সারা বিশ্ব মেতে উঠেছে বড়দিনের উত্সবে। উৎসবে মাতোয়ারা ক্রীড়াজগতও। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেলও যোগ দিয়েছেন উৎসবে। সান্তাক্লজের কাছে তাঁর দাবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি।

ঠিক কী চেয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার? ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে গেল লিখেছেন, ‘‘সান্তা, আমি চাই মোটাসোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপ একটা ছিপছিপে শরীর। দয়া করে গত বছরের মতো ব্যাপারটাকে গুলিয়ে ফেল না।’’ গেলের এই মজাদার টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক ভাবেই চলছে চর্চা।

এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন গেল। এখন বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। কানাডিয়ান গ্লোবাল টি২০ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সাউথ আফ্রিকান এমজানসি সুপার লিগে নিজের উপস্থিতির সাক্ষর রেখেছেন তিনি। আইপিএলে তাঁকে দেখা যাবে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। নিলামের আগেই তাঁকে ‘রিটেইন’ করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘নিজেকে চেনাতে ব্যানার নিয়ে ঘুরি না’​

আরও পড়ুন: জাডেজার চোট ছিল না! শাস্ত্রীর দাবি উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক প্রসাদ

এখনও পর্যন্ত ৩৫৭ টি২০ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১২০৯৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতোই, ১৪৮.০৭! এই ফরম্যাটে ২১ সেঞ্চুরি ও ৭৫ ফিফটি রয়েছে তাঁর। কুড়ি ওভারের ক্রিকেটে এত সেঞ্চুরি কারওর নেই।

Dear Santa, All I want is a fat bank account and a skinny body, please don’t mix it up again like last year! 🥂 #MerryChristmas 😁

A post shared by KingGayle 👑 (@chrisgayle333) on

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE