Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডকে টানছেন ওকস

ক্রিস ওকসের বিধ্বংসী বোলিং লর্ডস টেস্টে আশার আলো দেখাচ্ছে ইংল্যান্ডকে। যারা এই মাঠে শেষ পাঁচটি টেস্টের মাত্র একটা জিতেছে। শনিবার তৃতীয় দিন লাঞ্চের পরের সেশনে ওকস ফিরিয়ে দেন পাকিস্তানি ওপেনার শান মাসুদকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০৩:১৭
Share: Save:

ক্রিস ওকসের বিধ্বংসী বোলিং লর্ডস টেস্টে আশার আলো দেখাচ্ছে ইংল্যান্ডকে। যারা এই মাঠে শেষ পাঁচটি টেস্টের মাত্র একটা জিতেছে। শনিবার তৃতীয় দিন লাঞ্চের পরের সেশনে ওকস ফিরিয়ে দেন পাকিস্তানি ওপেনার শান মাসুদকে। আজহার আলিকেও তিনিই আউট করেন। তবে প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে এগিয়ে থাকা পাকিস্তানকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন মইন আলি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন পাক অধিনায়ক মিসবা উল হককে শূন্য রানে আউট করে। ইউনিস খানকেও মইন বোল্ড করেন ২৫ রানে। শেষে আসাদ শফিক (৪৯) ও সরফরাজ আহমেদ (৪৫) হাল না ধরলে পাকিস্তান হয়তো দুশোও পেরতে পারত না। প্রথম ইনিংসে ছ’উইকেট পাওয়া ওকস দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন। দিনের শেষে পাকিস্তান ২১৪-৮। এগিয়ে ২৮১ রানে। রবিবার প্রথম সেশনে বাকি দুটো উইকেট ফেলে দিয়ে ইংল্যান্ড জয়ের লক্ষ্য স্থির করে ফেলতে পারলে লর্ডস টেস্ট জমে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chris Oakes England Pakistan Lord's
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE