Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বোর্ডের নির্বাচন ২২ অক্টোবর

পাশাপাশি, প্রশাসকদের কমিটির প্রধান জানিয়ে দেন, বোর্ডের শীর্ষ পরিষদে এখন থেকে ১৯ জন সদস্য থাকবেন। আগে এই শীর্ষ পরিষদে নয় সদস্য থাকতেন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০৪:৪৪
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনের দিন ঘোষণা করল সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ)। মঙ্গলবার শীর্ষ আদালত নিযুক্ত অ্যামিকাস কিউরি পি এস নরসিংহের সঙ্গে আলোচনার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনের দিন চূড়ান্ত হয়। আগামী ২২ অক্টোবর হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই নির্বাচন।

এ দিনের বৈঠকে হাজির ছিলেন প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই-সহ তিন সদস্য ডায়ানা এডুলজি ও রবি থোড়গে। সেখানেই ঠিক হয়, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের অনুমোদিত রাজ্য সংস্থাগুলোর নির্বাচন সেরে ফেলতে হবে। বিনোদ রাই এ দিন জানান, ৩০টি রাজ্য সংস্থা ইতিমধ্যেই লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সংস্কার করেছে। বাকি সংস্থাগুলোও সেই পথেই সংবিধান সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনের দিন ঘোষণা করে বিনোদ রাই বলেন, ‘‘ভোটের দিন ঘোষণা করে প্রশাসকদের কমিটির তরফে খুব খুশি লাগছে। কারণ আমাদের কাজটা ছিল নির্দিষ্ট। তা হল, লোঢা কমিটির সুপারিশ মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডে সংবিধান সংস্কার করে তা কার্যকর করা। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সদস্যরাই ভারতীয় ক্রিকেট পরিচালনা করতে পারে।’’ পাশাপাশি, প্রশাসকদের কমিটির প্রধান জানিয়ে দেন, বোর্ডের শীর্ষ পরিষদে এখন থেকে ১৯ জন সদস্য থাকবেন। আগে এই শীর্ষ পরিষদে নয় সদস্য থাকতেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য দিকে, মঙ্গলবার প্রশাসকদের কমিটি জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি আধিকারিক ডি কে জৈন স্বার্থ-সংঘাতের বিষয়ে রায় দিলে ক্রিকেট উপদেষ্টা কমিটির নিয়ম সংক্রান্ত বিধিনিষেধ জানিয়ে দেওয়া হবে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘ক্রিকেট উপদেষ্টা কমিটির বিধিনিষেধ তৈরি আছে। বিচারপতি জৈন রায় দিলেই তা লিখিত ভাবে পৌঁছে যাবে ওই কমিটির তিন সদস্যের কাছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত কাজ করবে উপদেষ্টা কমিটি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CoA BCCI BCCI Election Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE