Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শামিকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নাটক

তিনি আসবেন ধরে নিয়ে দল সাজাচ্ছে বাংলা শিবির। এমনকি, ইডেনের সবুজ উইকেটে চার পেসার নিয়ে নামার পরিকল্পনাও রয়েছে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারির। কিন্তু প্রশ্ন উঠেছে, শামি কি আদৌ মনের ইচ্ছায় বাংলার হয়ে খেলতে নামছেন

পরীক্ষা: কেরলের বিরুদ্ধে রঞ্জি অভিযানে নামার আগের দিন পিচ দেখতে ব্যস্ত বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি, মেন্টর অরুণ লাল এবং কোচ সাইরাজ বাহুতুলে। ছবি: সুদীপ্ত ভৌমিক

পরীক্ষা: কেরলের বিরুদ্ধে রঞ্জি অভিযানে নামার আগের দিন পিচ দেখতে ব্যস্ত বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি, মেন্টর অরুণ লাল এবং কোচ সাইরাজ বাহুতুলে। ছবি: সুদীপ্ত ভৌমিক

ইন্দ্রজিৎ সেনগুপ্ত
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৩:৪০
Share: Save:

কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে খেলার কথা মহম্মদ শামির। অথচ ইডেনে শেষ তিন দিনের অনুশীলনে এক দিনও এলেন না ভারতীয় দলের পেসার। দলের কারও সঙ্গে সে ভাবে যোগাযোগও হয়েছে বলেও শোনা যায়নি। আজ, মঙ্গলবার থেকে ইডেনে কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ বাংলার। অথচ, সোমবার দুপুর পর্যন্ত কেউ জানতেন না কোথায় শামি।

তিনি আসবেন ধরে নিয়ে দল সাজাচ্ছে বাংলা শিবির। এমনকি, ইডেনের সবুজ উইকেটে চার পেসার নিয়ে নামার পরিকল্পনাও রয়েছে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারির। কিন্তু প্রশ্ন উঠেছে, শামি কি আদৌ মনের ইচ্ছায় বাংলার হয়ে খেলতে নামছেন? না কি দল পরিচালন সমিতি এবং সিএবি তাঁকে খেলাতে চেয়ে জোর দেওয়ায় তিনি নামছেন?

ম্যাচের আগের দিন অনুশীলনে শামি না আসায় সোমবার সকালেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মেন্টর অরুণ লাল। তিনি জানিয়েছেন, শামি আদৌ ম্যাচ ফিট কি না তা না জেনে ওকে খেলানো ঝুঁকি হয়ে যেতে পারে। অধিনায়ক মনোজ তিওয়ারি আবার শামিকে নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘‘ভারতীয় টেস্ট দলের এক নম্বর পেসার ও। অনুশীলন না করলেও শামির খেলতে সমস্যা হওয়ার কথা নয়। তাও কাল সকালে ম্যাচের আগে নেটে বল করিয়ে দেখে নেওয়া হবে।’’

শামির সঙ্গে সরাসরি মনোজের কথা না হলেও দলীয় সূত্রে জানতে পেরেছেন যে, ভারতীয় পেসারের পরিবার বা বন্ধুমহলে কেউ প্রয়াত হয়েছেন। সেই কারণে না কি তিনি অনুশীলনে আসতে পারেননি। মনোজ বলছেন, ‘‘আমি শুনেছি শামির ঘনিষ্ঠ কারও পরিবারের এক জনের মৃত্যু হয়েছে। তাই আজ অনুশীলনে আসতে পারেনি। কিন্তু সোমবার রাতের মধ্যেই শহরে পৌঁছে যাওয়ার কথা ওর।’’ তা হলেও প্রশ্ন থাকছে, মেন্টর অরুণই বা অন্ধকারে থাকবেন কেন শামিকে নিয়ে?

মনোজ আরও জানিয়েছেন যে, শামি নিজেই এই ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, ‘‘মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের শেষ দিন ড্রেসিংরুমে ওকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তখনই আমাকে বলল যে, পরের ম্যাচ খেলতে ওর কোনও অসুবিধা নেই। তাই আমি অন্তত শামির না খেলার কোনও কারণ দেখছি না।’’

শামি খেললেও ভারতীয় বোর্ডের নির্দেশ মতো ইনিংস প্রতি ১৫ ওভারের বেশি বল করানো যাবে না তাঁকে। ৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট। তার গায়ে গায়ে শামিকে নিয়ে বেশি বল করিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। মনোজও জানিয়েছেন, এই সীমারেখা মেনে শামিকে দিয়ে বল করাতে তাঁর কোনও অসুবিধা নেই। তার উপর আগের ম্যাচের নিষ্প্রাণ বাইশ গজ ছেড়ে এই ম্যাচের জন্য ইডেনের পিচে হাল্কা ঘাস রয়েছে। তাই চার পেসার নিয়ে নামার পরিকল্পনায় রয়েছে বাংলা। শামি, অশোক ডিন্ডা, ঈশান পোড়েলের পাশাপাশি দলে ফেরানো হতে পারে ডান হাতি পেসার অমিত কুইলা অথবা মুকেশ কুমারকে। মনোজ বলছিলেন, ‘‘পিচে বেশ কিছুটা ঘাস রয়েছে। তাই চার পেসার নিয়েই খেলার পরিকল্পনায় রয়েছি। কুইলা, মুকেশের মধ্যে যে কোনও এক জনকে খেলানো হবে। চার পেসার খেললে শামির উপরেও চাপটা কম পড়বে। কিন্তু সকালে পিচ দেখেই নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।’’

গত দু’দিন ধরেই অনুশীলনে নতুন বল তুলে দেওয়া হচ্ছে অমিত কুইলার হাতে। তাঁকে ব্যাটিংও করানো হচ্ছে। যা দেখে মনে হচ্ছে, তাঁর খেলার সম্ভাবনা আছে। তবে বোর্ডের পিচ প্রস্তুতকারকের মতে, বাইশ গজে সমান সাহায্য পাবেন ব্যাটসম্যান ও বোলারেরা। প্রথম দিন পেসারদের হয়তো বেশি সাহায্য করতে পারে পিচ। যার অর্থ, টসে জিতলে ফিল্ডিংই করতে চাইবে দু’দল। পরের দিকে আবার ব্যাটিং-সহায়ক হয়ে উঠতে পারে পিচ। তাই তিন পেসার, এক স্পিনার ছকে বাংলা নামলেও অবাক হওয়ার থাকবে না।

অন্য দিকে কেরলও চার পেসার নিয়ে নামার পরিকল্পনায় রয়েছে। কেরল অধিনায়ক সচিন বেবি বলেন, ‘‘গত ম্যাচে ঘূর্ণি উইকেটে খেলে জিতেছি। কিন্তু ইডেনের এই পিচে বল ঘোরার সম্ভাবনা কম। তাই আমরাও চার পেসার নিয়ে নামতে পারি।’’ কেরলের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন তরুণ পেসার বাসিল থাম্পি। এ ছাড়াও রয়েছেন সন্দীপ ওয়ারিয়ের, এম ডি নীতীশের মতো পেসারেরা। কিন্তু মনোজ কোনও ভাবেই চিন্তিত নন। ‘‘আইপিএলে ইয়র্কার মারতে হয়, স্লোয়ার দিতে হয় সেখানে থাম্পি ভাল বল করে। কিন্তু চার দিনের ম্যাচ একদমই আলাদা। সেখানে কী রকম বল করে দেখি। নিশ্চয়ই অত ইয়র্কার দেবে না।’’

বোলিং বিভাগের পাশাপাশি ব্যাটিং বিভাগেও পরিবর্তন হচ্ছে বাংলার। ভারত ‘এ’ দলের হয়ে খেলার কারণে কেরলের বিরুদ্ধে পাওয়া যাবে না ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে। তাঁর পরিবর্তে ওপেন করবেন গত ম্যাচে সেঞ্চুরি করা কৌশিক ঘোষ। পাঁচ নম্বরের পরিবর্তে তিন নম্বরে ফিরিয়ে আনা হবে সহ-অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়কে। চারে মনোজ, পাঁচ নম্বরে অনুষ্টুপ মজুমদার। উইকেটকিপার হিসেবে খেলবেন বিবেক সিংহই। অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে ঋত্বিক চট্টোপাধ্যায়কে। আঙুলের চোট সারিয়ে এখন তিনি সুস্থ। রঞ্জি ট্রফির প্রথম দু’ম্যাচে রান না পাওয়ায় গত তিন দিন ধরে নেটে বেশি সময় দিচ্ছেন সুদীপ। যা দেখে মুগ্ধ অধিনায়ক। মনোজ বলেন, ‘‘সুদীপের চেষ্টাই বুঝিয়ে দিচ্ছে দলের প্রতি ও কতটা দায়বদ্ধ। এই মানসিকতাই ওকে রান পেতে সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE