Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টাইব্রেকারে শেষ চারে ব্রাজিল

ম্যাচে অবিশ্বাস্য খারাপ খেলেন ব্রাজিলীয় মিডফিল্ডাররা। উইলিয়ানের একটা শট পোস্টে লাগা ছাড়া তাঁরা সুযোগই তৈরি করতে পারেননি। তাও প্রায় চল্লিশ মিনিট দশজনের প্যারাগুয়েকে পেয়েও।

উচ্ছ্বাস: কোপায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে অ্যালিসনরা। এএফপি

উচ্ছ্বাস: কোপায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে অ্যালিসনরা। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০৩:৩৫
Share: Save:

দর্শকদের বিদ্রুপ হজম করে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠতে ব্রাজিলকে জিততে হল টাইব্রেকারে। তাও প্যারাগুয়ের বিরুদ্ধে। পোর্তো অ্যালেগ্রেতে নির্ধারিত সময় ০-০ ফলের পরে টাইব্রেকারেও রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যাব্রিয়েল জেসুস শেষরক্ষা করেন। ২০১১ এবং ২০১৫— দু’বার ব্রাজিল প্যারাগুয়ের কাছে হেরে কোপা থেকে ছিটকে গিয়েছিল। একটা সময় ইতিহাসের পুনরাবৃত্তির ‘আতঙ্ক’ তৈরি হয় ব্রাজিলীয়দের মধ্যে।

ম্যাচে অবিশ্বাস্য খারাপ খেলেন ব্রাজিলীয় মিডফিল্ডাররা। উইলিয়ানের একটা শট পোস্টে লাগা ছাড়া তাঁরা সুযোগই তৈরি করতে পারেননি। তাও প্রায় চল্লিশ মিনিট দশজনের প্যারাগুয়েকে পেয়েও। টাইব্রেকারে উইলিয়ান জয়ের গোল করলেও আসল কাজ করেন গোলরক্ষক অ্যালিসন। প্যারাগুয়ের গুস্তাভো মোমেজ়ের প্রথম শট রুখে। প্যারাগুয়ের ডেরলিস গোমেজ়ও পেনাল্টি নষ্ট করেন। কুৎসিত শট মেরে সুযোগ নষ্ট করেন ব্রাজিলের ফির্মিনোও। শেষরক্ষা হয় জেসুস ঠিকঠাক গোল করায়। আগের ম্যাচেই পেনাল্টি নষ্ট করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির এই ফুটবলার।

ম্যাচের পরে ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘‘ওরা বড্ড বেশি ফাউল করেছে। তবে ফুটবলে এ রকম হতেই থাকবে। কিছু করার নেই। তার মধ্যেই খেলে যেতে হবে।’’ জিতলেও ব্রাজিলের খেলায় মন ভরেনি সে দেশের দর্শকদের। আগের ম্যাচগুলির মতো এ দিনও ব্যাপক বিদ্রুপের মুখে পড়তে হয় কুতিনহোদের। এ দিকে এ বারের কোপায় স্টেডিয়ামে সমকাম বিরোধী স্লোগান ওঠায় দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন ব্রাজিলকে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা জরিমানা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Copa America 2019 Football Brazil Paraguay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE