Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

ছুটিতে সৌরভ, বার্তা অশ্বিনের

দেশের বিভিন্ন ক্রিকেটারেরাও সচেতনতার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব।

বিশ্রাম: একটু ফাঁকা সময় পেলাম। লিখলেন সৌরভ। ইনস্টাগ্রাম

বিশ্রাম: একটু ফাঁকা সময় পেলাম। লিখলেন সৌরভ। ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৬:৫৯
Share: Save:

ভারতীয় বোর্ডের সদর দফতর বন্ধ। প্রত্যেককে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত দেশের বিভিন্ন প্রতিযোগিতা। সিরিজের মাঝপথেই দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল-ও।

এই পরিস্থিতিতে কী করবেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট? বুধবার বিকেলে ইনস্টাগ্রামে একটি নিজস্বী দিয়েছেন সৌরভ। যেখানে দেখা যাচ্ছে ফাঁকা লাউঞ্জে একা বসে প্রাক্তন ভারত অধিনায়ক। ছবির নীচে লিখেছেন, ‘‘করোনা-আতঙ্কের মাঝে কিছুটা ফাঁকা সময় পেলাম। বিকেল পাঁচটায় লাউঞ্জে বসে। শেষ কবে এ রকম সময় কাটিয়েছি মনে পড়ছে না।’’

দেশের বিভিন্ন ক্রিকেটারেরাও সচেতনতার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। বুধবার শিখর ধওয়ন একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সংক্রমণ এড়ানোর জন্য জিম অথবা জগিং পার্কে না গিয়েও বাড়িতেই কী করে নিজেকে ফিট রাখা যায়। শিখর দেখাচ্ছেন, গাছের ডালের সঙ্গে ‘স্ট্রেচ ব্যান্ড’ বেঁধে কী ভাবে শরীরচর্চা করা যায়। ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘নিরাপদ থেকেও কী ভাবে নিজের স্বাস্থ্যের সুবিচার করবেন, তার উপায় আছে। প্রকৃতির মাঝে আবদ্ধ। তবুও শরীরচর্চা উপভোগ করছি। সুস্থ থাকো প্রত্যেকে।’’ বেন স্টোকস গল্‌ফ কোর্সের ছবি দিয়ে লিখেছেন, ‘‘আজ আমি গল্‌ফ প্রশিক্ষক।’’

আর অশ্বিন বুধবার টুইট করেন, ‘‘মানব সমাজ আজ কঠিন পরীক্ষার মুখে। এই গ্রহ আমাদের সামনে আরও দায়িত্বজ্ঞান বাড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমন কিছু করি, যা পাশের মানুষের ক্ষতি না করে। সুরক্ষিত থেকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Sourav Ganguly Cricket BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE