Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বেটিংয়ের দায়ে তিন ক্রিকেটারকে কড়া শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

বেটিং করার দায়ে কড়া শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এঁদের মধ্যে দু’জনকে শর্তসাপেক্ষে দু’বছরের জন্য এবং‌ এক জনকে দেড় বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৪:১৬
Share: Save:

বেটিং করার দায়ে কড়া শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এঁদের মধ্যে দু’জনকে শর্তসাপেক্ষে দু’বছরের জন্য এবং‌ এক জনকে দেড় বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দোষী ক্রিকেটারদের অন্যতম হেইলে জেনসন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য। নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্টে বেটিং করার কথা স্বীকারও করেছেন তিনি। অন্য এক জন, করিন হল বেটিং করেছিলেন একটি একদিনের আন্তর্জাতিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২১ অক্টোবর ২০১৬ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হল হেইলে জেনসন এবং করিন হলকে। পরবর্তী সময়ে এঁদের আচরণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

তৃতীয় অভিযুক্ত জোয়েল লোগান দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টি২০ বিশ্বকাপে দু’টি ম্যাচে বেটিং করার। এঁদের তিন জনকেই বোর্ডের অ্যান্টি করাপশন প্রোগ্রামেও অংশ নিতে হবে।

আরও পড়ুন:
ভারতীয় ব্যাটসম্যানদের পছন্দের প্রতিপক্ষ কারা জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Australia Ban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE