Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লিয়োকে চ্যালেঞ্জ রোনাল্ডোর, স্পেনের বাইরে এসো

এ বার মেসির উদ্দেশে রোনাল্ডো বললেন, ‘‘অনেক হয়েছে, এ বার স্পেন থেকে বেরিয়ে অন্য কোনও জায়গায় গিয়ে খেলো।’’

মেসি বনাম রোনাল্ডো— স্প্যানিশ লিগের এই দ্বৈরথ বিশ্ব ফুটবলে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। ছবি: এএফপি।

মেসি বনাম রোনাল্ডো— স্প্যানিশ লিগের এই দ্বৈরথ বিশ্ব ফুটবলে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০৩:০৬
Share: Save:

­­­

তিনি স্পেন ছেড়ে ইটালিতে খেলতে আসায় অনেক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই কাজ করেছিলেন? যা নিয়ে লিয়োনেল মেসি একবার বলেছিলেন, ‘‘নিশ্চয়ই রোনাল্ডোর বিশেষ কোনও কারণ আছে।’’ এ বার মেসির উদ্দেশে রোনাল্ডো বললেন, ‘‘অনেক হয়েছে, এ বার স্পেন থেকে বেরিয়ে অন্য কোনও জায়গায় গিয়ে খেলো।’’

মেসি বনাম রোনাল্ডো— স্প্যানিশ লিগের এই দ্বৈরথ বিশ্ব ফুটবলে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। কিন্তু রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে চলে যাওয়ায় সেই লড়াই হারিয়ে গিয়েছে, জৌলুস হারিয়েছে এল ক্লাসিকোও। মেসির সঙ্গে আপনার লড়াই আর দেখা যাচ্ছে না। আপনি কি মেসির অভাবটা টের পান? প্রশ্ন শুনে রোনাল্ডোর জবাব, ‘‘না। মেসিই বোধ হয় আমার অভাবটা টের পায়।’’ ইটালিয়ান সাংবাদিকদের রোনাল্ডো আরও বলেন, ‘‘আমি চাই, মেসি একদিন না একদিন ইটালিতে খেলতে আসুক। আশা করব, আমি যে রকম চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, মেসিও সে রকমই করবে। তবে ও যদি বার্সেলোনায় খেলে খুশি থাকে, তা হলে ঠিক আছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মানই করব।’’

মুখে সম্মান করার কথা বললেও রোনাল্ডো কিন্তু প্রায় চ্যালেঞ্জই ছুড়ে দিচ্ছেন মেসির দিকে। সি আর সেভেনের মন্তব্য, ‘‘আমি ইংল্যান্ডে খেলেছি। স্পেন, ইটালি, পর্তুগালে খেলেছি। দেশের হয়ে খেলেছি। আর মেসি এখনও স্পেনেই পড়ে আছে। সে জন্যই বলছি, আমাকে মেসির বেশি প্রয়োজন।’’ এর পরে পর্তুগিজ মহাতারকা আরও যোগ করেন, ‘‘আমার কাছে জীবন মানে হল একটা চ্যালেঞ্জ। আমি যেখানে যাই, সেখানকার মানুষকে খুশি দেখতে চাই। মানুষকে খুশি করতে চাই। কোনও সন্দেহ নেই, মেসি দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু এখানে আমি কারও অভাব টের পাচ্ছি না। এটা আমার নতুন জীবন। আর সেই জীবন নিয়েই আমি খুশি।’’ গত মরসুমে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। যা নিয়ে সি আর সেভেন বলছেন, ‘‘আমি স্বস্তির জায়গা ছেড়ে এখানে এসেছি। চ্যালেঞ্জটা নিয়েছি। বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমি কত ভাল ফুটবলার।’’ তবে তাঁর কাছে যে আরও ক্লাবের প্রস্তাব ছিল, তা জানাতে ভুলছেন না রোনাল্ডো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Cristiano Ronaldo Lionel Messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE