Advertisement
২৫ এপ্রিল ২০২৪
PCB

কানেরিয়ার তোপে পাক বোর্ড

পাকিস্তানের এই  নির্বাসিত লেগস্পিনারের ক্ষোভ, তাঁর ক্ষেত্রেই কোনও ক্ষমা হয় না।

দানিশ কানেরিয়া।—ছবি সংগৃহীত।

দানিশ কানেরিয়া।—ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৩:২২
Share: Save:

ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে দোষী সাব্যস্ত উমর আকমলের তিন বছরের শাস্তি বুধবারেই পাকিস্তানের আদালত ১৮ মাস কমিয়ে দিয়েছে। তার জেরেই এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের এই নির্বাসিত লেগস্পিনারের ক্ষোভ, তাঁর ক্ষেত্রেই কোনও ক্ষমা হয় না।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কানেরিয়া টুইট করেন, ‍‘‍‘শাস্তি মকুব না করার নীতি একমাত্র অনুসরণ করা হয় দানিশ কানেরিয়ার ক্ষেত্রে। কেউ বলতে পারেন, কেন আমাকেই কেবল আজীবন নির্বাসিত করা হয়েছে? অন্যদের এই শাস্তি দেওয়া হয় না? বিচার কি তা হলে জাত, ধর্ম, গায়ের রং, সমাজে প্রভাব-প্রতিপত্তি দেখে নির্ধারিত হয়? আমি হিন্দু এবং আমার ধর্মের জন্য আমি গর্বিত।’’এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নিয়ম দু’বার ভাঙার অভিযোগে ২৭ এপ্রিল আকমলকে তিন বছর নির্বাসিত করা হয়। তার পরে ১৯ মে আদালতে শাস্তি কমানোর জন্য আবেদন করেন আকমল। তার ভিত্তিতেই বুধবার ১৮ মাস শাস্তি কমানো হয়েছে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PCB Umar Akmal Danish Kaneria Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE