Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভগ্ন দশরথ স্টেডিয়াম, তবে ভারতীয় দল সুরক্ষিত

বছর চোদ্দোর ভারতীয় মেয়েগুলোর মুখ তখন আতঙ্কে শুকিয়ে গিয়েছে। আন্তর্জাতিক কোনও ফুটবল ম্যাচ খেলতে এসে এ রকম ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কে-ই বা জানত! নেপালে শনিবারের প্রবল ভূমিকম্পের জেরে মানুষের মৃত্যুর মিছিল হঠাৎ করেই যেন কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ওদেরও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০৩:০২
Share: Save:

বছর চোদ্দোর ভারতীয় মেয়েগুলোর মুখ তখন আতঙ্কে শুকিয়ে গিয়েছে। আন্তর্জাতিক কোনও ফুটবল ম্যাচ খেলতে এসে এ রকম ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কে-ই বা জানত! নেপালে শনিবারের প্রবল ভূমিকম্পের জেরে মানুষের মৃত্যুর মিছিল হঠাৎ করেই যেন কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ওদেরও।

মেয়েদের অনূর্ধ্ব-১৪ এএফসি কাপ খেলতে ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে কাঠমান্ডুতে। এ দিনই দশরথ স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের। ভূমিকম্পে স্বভাবতই ম্যাচ বাতিল হয়ে যায়। স্বস্তির খবর, ভারতীয় দলের মেয়েরা সবাই সুরক্ষিত রয়েছেন। কিন্তু এ ত বড় প্রাকৃতিক বিপর্যয় এত কাছ থেকে দেখার ফলে মানসিক ধাক্কা খেয়েছে টিনএজার মেয়ে ফুটবলাররা। স্বভাবতই বাড়ি ফেরার জন্য এখন ছটফট করছে ওরা সবাই।

কিছু দিন আগেই যে দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে সুব্রত পাল-সুনীল ছেত্রীদের ভারত প্রাক বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার টিকিট পেয়েছিল, কাঠমান্ডুর সেই স্টেডিয়ামেরও শহরের অন্যান্য জায়গাগুলোর মতোই এ দিন ভূমিকম্পে বিরাট ক্ষতি হয়েছে বলে এআইএফএফের কাছে খবর। ফেডারেশন সচিব কুশল দাস ফোনে বললেন, ‘‘ভূমিকম্পে নেপালে যা বিশাল ক্ষয়ক্ষতি হল, তা খুবই দুঃখজনক। তবে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি, আমাদের অনূর্ধ্ব-১৪ টিমের মেয়েরা সবাই সুরক্ষিত রয়েছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের ফিরিয়ে আনার। সম্ভব হলে আজ গভীর রাতেই।’’

অন্য খেলায়

পানিপথে অষ্টম জাতীয় সাব-জুনিয়র চকবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে পশ্চিমবঙ্গ ছেলেদের দল। টুর্নামেন্ট হবে ২৮-৩০ এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE