Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket

ফাঁকা মাঠে ক্রিকেটে সম্মতি নেই ওয়ার্নারের

সেই নির্বাসন থেকে ফিরে বেশ কয়েক বার দর্শক বিদ্রুপের সামনে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ওপেনারকে।

ওয়ার্নার

ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৬:০৯
Share: Save:

করোনাভাইরাসের আক্রমণ সামলে কবে আবার ক্রীড়া জগৎ নিজস্ব ছন্দ ফিরে পাবে, তা এখনও কেউ জানে না। কারও, কারও মতে প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামে খেলা চালু হোক। কিন্তু ডেভিড ওয়ার্নার সেই দলে পড়েন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বুধবার ওয়ার্নার বলেছেন, ‘‘যেখানেই খেলা হোক না কেন, সবাই চায় দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে।’’ বল বিকৃতি কাণ্ডের পরে এক বছর নির্বাসনে ছিলেন ওয়ার্নার। সেই নির্বাসন থেকে ফিরে বেশ কয়েক বার দর্শক বিদ্রুপের সামনে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ওপেনারকে। বিশেষ করে ইংল্যান্ডে। কিন্তু তাও তিনি বলছেন, ‘‘ইংল্যান্ডে খেলতে আমি ভালবাসি। হ্যাঁ, দর্শকদের মধ্যে কেউ, কেউ আমাকে উত্তেজিত করার চেষ্টা করে ঠিকই, কিন্তু সেটা এক দিক দিয়ে দলের পক্ষে ভাল। বাকিদের ওপর থেকে চাপটা কমে যায়।’’

তবে অস্ট্রেলীয় ওপেনার এ-ও মনে করেন, জুন-জুলাইয়ে তাঁদের যে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সফর ছিল, তা বাতিল হওয়ার পথে। এই পরিস্থিতিতে সফর হওয়া খুবই কঠিন বলে মনে করেন ওয়ার্নার। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডে যা হয়েছে, তার পরে আমরা ওখানে খেলতে যাব বলে মনে হয় না।’’ ২৯ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। তার পরে ৩ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ। কিন্তু তা হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ১ জুলাই পর্যন্ত তাদের দেশে সমস্ত পেশাদার ক্রিকেট বন্ধ থাকবে। ইসিবির চিফ এগজিকিউটিভ টম হ্যারিসন বলেছেন, ‘‘আরও দেরি হলে তখন আর ক্রীড়াসূচি পাল্টানো যাবে না। খেলা বাতিল করতে হবে।’’

আরও পড়ুন: সচিনের যা প্রতিভা ছিল, আরও কীর্তি হতে পারত: কপিল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket David Warner India Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE