Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এখনও জয় পেল না গত বারের চ্যাম্পিয়ন

চার ম্যাচের পরে চেন্নাইয়িনের পয়েন্ট এক। দশ দলের আইএসএলে লিগ তালিকায় তারা নবম।  অন্য দিকে সমসংখ্যক ম্যাচের পরে দিল্লির পয়েন্ট তিন। তারা রয়েছে অষ্টম স্থানে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৪:২৪
Share: Save:

গত বছরের চ্যাম্পিয়ন। কিন্তু এ বারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি চেন্নাইয়িন এফসি। তাই আশা করা গিয়েছিল, মঙ্গলবার নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে তিন পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে জন গ্রেগরির দল। কিন্তু আক্রমণাত্মক খেললেও জেজে লালপেখলুয়ারা আটকে গেলেন দিল্লি গোলকিপার ফ্রান্সিসকো দোরোনসোরোর বিশ্বস্ত হাতে। ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়।

চার ম্যাচের পরে চেন্নাইয়িনের পয়েন্ট এক। দশ দলের আইএসএলে লিগ তালিকায় তারা নবম। অন্য দিকে সমসংখ্যক ম্যাচের পরে দিল্লির পয়েন্ট তিন। তারা রয়েছে অষ্টম স্থানে।

প্রথম চারে ওঠার লড়াই গোয়ার: বুধবারই ঘরের মাঠ ফতোরদায় প্রথম ম্যাচ খেলতে নামছে এফসি গোয়া। প্রতিপক্ষ মুম্বই এফসি। দুই ম্যাচে গোয়ার পয়েন্ট চার। লিগ তালিকায় সের্খিয়ো লোবেরার দল রয়েছে পঞ্চম স্থানে। অন্য দিকে গোয়ার চেয়ে এক ম্যাচ বেশি খেলে রণবীর কপূরের দল মুম্বই সিটি এফসির পয়েন্টও চার। তবে তারা রয়েছে পঞ্চম স্থানে।

ফলে বুধবার যে দল জিতবে, তারাই উঠে আসবে প্রথম চারে। গোয়ার কোচ লোবেরা বলছেন, ‘‘এ বার প্রথম বার আইএসএল খেতাব ঘরে তুলতে চাই আমরা। তার জন্য ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। তাই আক্রমণাত্মক ফুটবলই খেলব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chennaiyin FC Delhi Dynamos ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE