Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ডার্বির আগে সতর্কিত মর্গ্যান

আই লিগ ডার্বির দিন যত এগিয়ে আসছে, ততই ট্রেভর জেমস মর্গ্যান বনাম ক্লাব কর্তাদের সংঘাতকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে লাল-হলুদ অন্দরমহলে। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে শিলিগুড়ি রওনা হওয়ার আটচল্লিশ ঘণ্টা আগে কোচকে সতর্ক করলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার!

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৪:০৮
Share: Save:

আই লিগ ডার্বির দিন যত এগিয়ে আসছে, ততই ট্রেভর জেমস মর্গ্যান বনাম ক্লাব কর্তাদের সংঘাতকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে লাল-হলুদ অন্দরমহলে। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে শিলিগুড়ি রওনা হওয়ার আটচল্লিশ ঘণ্টা আগে কোচকে সতর্ক করলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার!

দল গঠনে ক্লাব কর্তারা হস্তক্ষেপ করছেন বলে তিন দিন আগেই প্র্যাক্টিসের পরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মর্গ্যান। শুধু তাই নয়। তাঁর কাছে কর্তাদের পছন্দের ফুটবলারের নাম সুপারিশ না করলে সাপোর্ট স্টাফদের কেউ কেউ চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতেই বুধবার রাতে ই-মেল করেন লাল-হলুদ সচিব। সূত্রের খবর, ক্লাব কর্তাদের বিরুদ্ধে মর্গ্যান মন্তব্য করায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানিয়েছেন, কর্তারা কখনওই দল গঠনে হস্তক্ষেপ করেন না। আই লিগের শেষ তিনটি ম্যাচে পারফরম্যান্স খারাপ হওয়ায় দলের স্বার্থে হয়তো পরামর্শ দিয়েছিলেন। জ্যাকিচন্দ সিংহ ও রোমিও ফার্নান্ডেজকে খেলানো হচ্ছে না বলেও ক্ষোভ জানিয়েছেন।

সংঘাত তীব্র হয়েছে লুইস ব্যারেটো-কে সই করানো নিয়েও। আই লিগের বিরতিতে মর্গ্যান যখন ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তখনই এই গোলকিপারকে সই করান ক্লাব কর্তারা। পার‌্‌থ থেকে ফিরে তা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন মর্গ্যান। কল্যাণের জানিয়েছেন, দলের স্বার্থেই লুইস-কে আই লিগে নথিভুক্ত করানো হয়েছে। ফুটবল সচিবকে জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, মর্গ্যান-কে সতর্কও করেছেন তিনি। মর্গ্যানকে পাঠানো ই-মেলকে অবশ্য শো-কজ বলতে নারাজ ইস্টবেঙ্গল সচিব। বললেন, ‘‘এটা আমাদের ক্লাবের অভ্যন্তরীন ব্যাপার। বিভিন্ন কারণেই কোচকে ই-মেল করতে পারি। সেটা কখনওই শো-কজ নয়।’’

ই-মেল প্রসঙ্গে মর্গ্যান মন্তব্য করতে রাজি ননি। এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য মোহনবাগানকে হারানো। ডার্বির আগে ফুটবলারদের তরতাজা রাখতে বৃহস্পতিবার অনুশীলন করাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trevor James Morgan East Bengal I-League Derby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE