Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য আগে নামতাম, মত ধোনির

ওপরের দিকে ব্যাট করতে চাইলেও কত নম্বরে নামবেন, তা নিয়ে আগাম পরিকল্পনা ছিল না ধোনির।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৪:৩৩
Share: Save:

আইপিএলে তিনি সুযোগ পেলেই ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামছিলেন। কারণ, মহেন্দ্র সিংহ ধোনি বাঁচতে চেয়েছিলেন ‘চোরাবালি’র হাত থেকে!

দু’বছর বাদে ফিরে এসেই আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। রান পেয়েছেন ধোনিও। যা নিয়ে সোমবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সিএসকে অধিনায়ক বলেন, ‘‘ব্যাপারটা অনেকটা চোরাবালির মতো হয়ে গিয়েছিল। আমার বয়সে পরের দিকে ব্যাট করতে নামা মানে চোরাবালির মধ্যে ঢুকে যাওয়া। যত ব্যাটিং অর্ডারে পিছিয়েছি, তত যেন সমস্যা বেড়েছে।’’ ধোনি আরও যোগ করেন, ‘‘আমি চেয়েছিলাম, এমন একটা দল গড়তে, যাদের ব্যাটিংয়ে গভীরতা থাকবে। যাতে আমি ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাই।’’

ওপরের দিকে ব্যাট করতে চাইলেও কত নম্বরে নামবেন, তা নিয়ে আগাম পরিকল্পনা ছিল না ধোনির। তাঁর মন্তব্য, ‘‘ওপরে ব্যাট করতে নামব বলে যে কোনও নির্দিষ্ট নম্বর আমার মাথায় ছিল, এমনটা নয়। মানে তিন, চার, পাঁচ— ব্যাটিং অর্ডারে এ রকম কোনও সংখ্যা আমি মাথায় রাখিনি। ক’টা ওভার খেলার সুযোগ পাব, সে ব্যাপারটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’’

ধোনি জানিয়েছেন, তিনি ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসার কারণে আরও বেশি আগ্রাসী ব্যাটিং করতে পেরেছেন। তাঁর মন্তব্য, ‘‘আমি জানতাম, যদি আগ্রাসী ব্যাট করতে গিয়ে আউটও হয়ে যাই, তা হলেও সমস্যা হবে না। কারণ আমাদের ব্যাটিং গভীরতা।’’ সিএসকে নিয়ে ধোনি বলেছেন, ‘‘সৌভাগ্য যে, পুরো আইপিএলে কখনও আমাদের পুরো ব্যাটিং শক্তিকে কাজে লাগাতে হয়নি। ওয়াটসন, রায়ডু, রায়না, আমি, ব্র্যাভো— সবাই রান পেয়েছি।’’

আইপিএলে দুরন্ত খেলে ভারতের সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটেছে অম্বাতি রায়ডুর। রায়ডুকে নিয়ে ধোনি বলেন, ‘‘রায়ডু যখন চার নম্বরে নেমে রান পাচ্ছিল, তখন ওকে ওই জায়গাটা ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Cricket CSK IPL 2018 IPL 11
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE