Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দিন্দার দাপটে জিতল পুণে

প্রথম দিকে পরপর জয়ের পর টুর্নামেন্টের শেষ দিকে টানা হেরেই চলেছে দিল্লি ডেয়ারডেভিলস। এ দিনও রাইজিং পুণে সুপারজায়ান্টসের কাছে হেরে প্লে-অফ লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়লেন জাহির খানরা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে পুণে ১৯ রানে জিতলেও পুরো ম্যাচ হলে তাদের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

দিন্দা ৩-২০। ছবি-বিসিসিআই

দিন্দা ৩-২০। ছবি-বিসিসিআই

বিশাখাপত্তনম
শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০৩:৪৬
Share: Save:

প্রথম দিকে পরপর জয়ের পর টুর্নামেন্টের শেষ দিকে টানা হেরেই চলেছে দিল্লি ডেয়ারডেভিলস। এ দিনও রাইজিং পুণে সুপারজায়ান্টসের কাছে হেরে প্লে-অফ লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়লেন জাহির খানরা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে পুণে ১৯ রানে জিতলেও পুরো ম্যাচ হলে তাদের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

বিশাখাপত্তনমে টস জিতে ফিল্ডিং নেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচের সেরা অশোক দিন্দা (৩-২০) এবং অ্যাডাম জাম্পার (৩-২১) দাপটে মাত্র ১২১ তুলতে পারে দিল্লি। একটা সময় তারা ৯৩-৬ হয়ে গিয়েছিল। করুণ নায়ার (৪১) ও ক্রিস মরিস (৩৮ ন.আ.) তবু ভদ্রস্থ স্কোরে নিয়ে যান টিমকে। জবাবে ব্যাট করতে নেমে এক বার বৃষ্টিতে আটকে যায় পুণের ইনিংস। পরে খেলা শুরু হলেও ১১ ওভারের বেশি ম্যাচ টানা যায়নি। পুণে ৭৬-১, এই অবস্থায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতে যায় তারা। ৩৬ বলে ৪২ রান অজিঙ্ক রাহানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pune Supergiants Ashoke Dinda Delhi Daredevils
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE