Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইশান্ত নিয়ে বাউন্সার ‘ডাক’ করলেন কোহলি

শ্রীলঙ্কায় ইশান্ত শর্মার আগ্রাসী আচরণ নিয়ে কোনও মন্তব্যই করতে চান না ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। যে ঘটনার জেরে ইশান্তকে একটি ম্যাচে ব্যান হতে হয়েছে, সেই ঘটনা নিয়ে তো কোনও কথাই নয়, এমনকী আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইশান্তকে না পাওয়া নিয়েও যে কোনও কথা বলতে রাজি নন তিনি, তাও সাফ জানিয়ে দিলেন কোহলি।

গুরগাঁওয়ের রাস্তায় কোহলির সেলফি। বুধবার। ছবি: পিটিআই।

গুরগাঁওয়ের রাস্তায় কোহলির সেলফি। বুধবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৯
Share: Save:

শ্রীলঙ্কায় ইশান্ত শর্মার আগ্রাসী আচরণ নিয়ে কোনও মন্তব্যই করতে চান না ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি।

যে ঘটনার জেরে ইশান্তকে একটি ম্যাচে ব্যান হতে হয়েছে, সেই ঘটনা নিয়ে তো কোনও কথাই নয়, এমনকী আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইশান্তকে না পাওয়া নিয়েও যে কোনও কথা বলতে রাজি নন তিনি, তাও সাফ জানিয়ে দিলেন কোহলি। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর সামনে এই নিয়ে প্রশ্নের বাউন্সার আসতে শুরু করলে কোহলি আগ্রাসী উত্তর দেওয়ার বদলে ‘ডাক’ করাই বেশি পছন্দ করেন। সঞ্জয় মঞ্জরেকর সম্প্রতি তাঁর কলামে যে লিখেছেন, কোহলি-শাস্ত্রী জুটি ভারতের অতিরিক্ত আগ্রাসনে প্রশ্রয় দিচ্ছেন, সেই প্রসঙ্গ উঠতেই বেশ একরোখা হয়ে ওঠেন ভারত অধিনায়ক। পাশাপাশি ইশান্তকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাওয়া না যাওয়ায় কতটা ভুগতে হবে ভারতকে— এই প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘‘যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আর যা হতে চলেছে, তা নিয়েও আমি কোনও কথা বলব না। কোচ-ক্যাপ্টেন্সি প্রসঙ্গেও আমার কোনও বক্তব্য নেই। এই নিয়ে কোনও কথা বলব না।’’

অধিনায়ক ইশান্ত নিয়ে কিছু না বলতে চাইলেও ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য এক টিভি সাক্ষাৎকারে এ দিন কার্যত স্বীকারই করে নেন যে, ইশান্ত সীমা ছাড়িয়েছেন। তিনি বলেন, ‘‘সব ক্রিকেটারেরই আগ্রাসী হওয়া উচিত। কেউ ভিতরে ভিতরে আগ্রাসী হয়, কেউ তা প্রকাশ করে। ইশান্ত হয়তো সীমা ছাড়িয়েছে ঠিকই, কিন্তু এই অভিজ্ঞতা থেকে ও নিশ্চয়ই অনেক কিছু শিখবে।’’

তবে কোহলির যে তাঁর দলের ছেলেদের এই আগ্রাসী আচরণে সায় রয়েছে, তা জানিয়ে অশ্বিন বলেন, ‘‘বিরাট সতীর্থদের সবাইকে খুব সাপোর্ট করে। যখনই ও কোনও বোলারের হাতে বল তুলে দেয়, তখন সেই বোলারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়। দলের প্রত্যেকের পাশে থাকে ও। কেউ যদি সীমাও ছাড়িয়ে যায়, তাতেও ক্যাপ্টেনের সায় থাকে।’’

কলম্বোয় শেষ টেস্টে বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে ইশান্তকে এক ম্যাচের জন্য ব্যান হতে হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। এই টেস্টে তাঁকে না পাওয়াটা দুশ্চিন্তার মেনে নিয়ে অশ্বিন বলেন, ‘‘ওর অভাব অনুভূত হবেই। কিন্তু ওর পরিবর্তে দলে নেওয়ার মতো বোলার আমাদের রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli new delhi cricket indian cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE