Advertisement
২৫ এপ্রিল ২০২৪
East Bengal

দায়িত্ব পেয়েই পায়ে চোট, মাঠের বাইরে মৃদুল

দায়িত্ব পেয়েছিলেন ছয় ম্যাচের জন্য। কিন্তু, সেই দায়িত্ব হাতে নেওয়ার পর ২৪ ঘণ্টাও পেরলো না। পায়ে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যেতে হল ইস্টবেঙ্গলের নয়া কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়কে। ফের কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিত্সকেরা।

মৃদুল বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

মৃদুল বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১২:০৭
Share: Save:

দায়িত্ব পেয়েছিলেন ছয় ম্যাচের জন্য। কিন্তু, সেই দায়িত্ব হাতে নেওয়ার পর ২৪ ঘণ্টাও পেরলো না। পায়ে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যেতে হল ইস্টবেঙ্গলের নয়া কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়কে। ফের কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিত্সকেরা।

বুধবার সকালে ইস্টবেঙ্গল মাঠে প্রাকটিস করাচ্ছিলেন মৃদুল। সেই সময় কোনও ভাবে হোঁচট খেয়ে পড়ে যান। ওঠার চেষ্টা করলেও তিনি ভাল করে দাঁড়াতে পারছিলেন না। বাঁ পায়ের গোঁড়ালিতে গুরুতর চোট লাগে। সেই অবস্থাতেই মাঠের ভিতর তাঁর পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। তাঁর পর নিয়ে যাওয়া হয় ইস্টবেঙ্গল কর্তা তথা চিকিত্সক শান্তিরঞ্জন দাশগুপ্তের কাছে। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃদুলের পায়ের ওই অংশে এক্স-রে করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, তাঁর গোঁড়ালিতে চিড় ধরেছে, না কি ভেঙে গিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে, চিড় ধরুক বা ভাঙুক আপাতত তিনি যে মাঠে নামতে পারছেন না, সে বিষয়ে নিশ্চিত ক্লাব কর্তৃপক্ষ।

আরও খবর
ফুটবল বসের পরীক্ষা আজ

মঙ্গলবারই ছয় ম্যাচের জন্য (আই লিগ ও ফেড কাপ) কোচের দায়িত্ব পেয়েছিলেন মৃদুল। এর আগে দু’বার বাংলাকে অনূর্ধ্ব-২১ ট্রফি জেতানোর পর সন্তোষ ট্রফিতে ডাক পেয়েছিলেন ১৫ বছর পর। পেয়েই ছয় বছর পরে বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। এর আগেও মৃদুলের পা ভাঙে। সেই ভাঙার কারণে তাঁর খেলোয়াড় জীবনে ইতি পড়ে। দায়িত্ব পেয়ে মঙ্গলবার বলেছিলেন, ‘‘পা ভেঙে যাওয়ার পর ফুটবল জীবন শেষ হয়ে গিয়েছিল। কোচিংটা আমার নেশা। ডাক পেলেই দায়িত্ব নিই। চেষ্টা করি কিছু করার। থিতু আর হতে পারলাম কই।’’

এ দিন ফের পায়ে চোট পেলেন। ভেঙেছে কি না জানা যায়নি। তবে তাঁর ‘থিতু’ হওয়ার প্রশ্নটা ফের সামনে উঠে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE