Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ট্রফি দিয়ে চেলসি ছাড়তে চান অ্যাজ়ার

কাস্পিয়ান সমুদ্রের তীরে আজ়েরবাইজানের রাজধানী বাকুতে বুধবার যে ম্যাচটা হবে সেটা আসলে ‘লন্ডন ডার্বি’।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৪:৩৪
Share: Save:

গত পঁচিশ বছরে প্রথম ইউরোপের কোনও ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখন আর্সেনালের সামনে। বাকুতে আজ, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় তারা ইউরোপা লিগের ফাইনালে খেলতে নামবে চেলসির বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগ এ বার গানার্স একটু জন্য প্রথম চারে শেষ করতে পারেনি। লিগ টেবলে তাদের চূড়ান্ত স্থান হয়েছে পঞ্চম। ৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে। সেখানে চতুর্থ হয়েছে টটেনহ্যাম। তাদের পয়েন্ট আর্সেনালের থেকে মাত্র ১ বেশি। ৩৮ ম্যাচে ৭১। আর্সেনালের দায়িত্ব নিয়ে প্রথম মরসুমে সমথর্কদের মুখে হাসি ফেরানোর শেষ সুযোগ পাচ্ছেন ম্যানেজার উনাই এমেরি।

কাস্পিয়ান সমুদ্রের তীরে আজ়েরবাইজানের রাজধানী বাকুতে বুধবার যে ম্যাচটা হবে সেটা আসলে ‘লন্ডন ডার্বি’। যে ম্যাচ আর্সেনাল জিতলে ১৯৯৪ সালে কাপ উইনার্স কাপ জয়ের পরে প্রথম তারা ইউরোপ জুড়ে বিভিন্ন ক্লাবের মধ্যে হওয়া কোনও টুর্নামেন্টের ট্রফি পাবে। এই মরসুমে আর্সেনালের খেলার সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাদের রক্ষণের ব্যর্থতার জন্য। গোটা মরসুমে ইংল্যান্ডের এই দলটি মোট ৫১টি গোল হজম করেছে। তবে এমেরির দলে রয়েছেন, পিয়ের-এমরিক আবুমেয়ং, আলেকজান্দ্রে ল্যাকাজ়েতের মতো ফুটবলার। তাঁদের ঘিরেই স্বপ্ন দেখছে গানার্স। ট্রফির থেকেও বড় স্বপ্ন, পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার সুযোগ পাওয়া। স্বপ্ন না দেখারও কারণ নেই। কারণ তাদের দলের একা ল্যাকাজ়েতই গোল করেছেন ১৯টি। আর দলগত ভাবে আর্সেনাল ৫০টি। ল্যাকাজ়েত বলেছেন, ‘‘ইউরোপা লিগ জিততে পারলেই একমাত্র আমাদের এই মরসুমে ফুটবল খেলাটা সার্থক হবে।’’ আর আবুমেয়ংয়ের প্রতিক্রিয়া, ‘‘প্রিমিয়ার লিগে ক্লাবকে প্রথম চারে রাখার চেষ্টা করেও সফল হইনি। এ বার জিততে চাই।’’

আর্সেনালের মতোই ইউরোপা লিগ জিততে মরিয়া চেলসি। ‘‘সত্যিই যদি বাকুতে এই ম্যাচটাই আমার চেলসির জার্সিতে শেষ ম্যাচ হয়, তা হলে ট্রফি জিতে সব কিছু শেষ করার থেকে ভাল আর কিছু হতে পারে না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ট্রফিটা নিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু ভাবছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Europa League Football Eden Hazard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE