Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গোলের প্রতিশ্রুতি অ্যাজ়ারের, ঘুমই শক্তি রোনাল্ডোর

আজ, মঙ্গলবার ঘরের মাঠে নেদারল্যান্ডসের ক্লুব ব্রুজের বিরুদ্ধে খেলতে নামার আগে এক ঝাঁক প্রশ্নের মুখে পড়তে হল রিয়াল মাদ্রিদের নতুন তারকাকে।

প্রত্যয়ী: সমালোচনায় ভীত নন রিয়াল তারকা অ্যাজ়ার। ছবি: এএফপি

প্রত্যয়ী: সমালোচনায় ভীত নন রিয়াল তারকা অ্যাজ়ার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০৪:৫৯
Share: Save:

স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তাঁর ঠিকানা এখন সান্তিয়াগো বের্নাবাউ। কিন্তু বেলজিয়ামের তারকা এডেন অ্যাজ়ার ভক্তদের মন জিততে পারলেন কোথায়?

আজ, মঙ্গলবার ঘরের মাঠে নেদারল্যান্ডসের ক্লুব ব্রুজের বিরুদ্ধে খেলতে নামার আগে এক ঝাঁক প্রশ্নের মুখে পড়তে হল রিয়াল মাদ্রিদের নতুন তারকাকে। প্রশ্নগুলো রীতিমতো তীক্ষ্ণ। ‘আপনি ফিট হবেন কবে?’, ‘আপনার অতিরিক্ত ওজন সংক্রান্ত সমস্যা কত দ্রুত কাটিয়ে উঠবেন?’ রিয়াল-গুরু জ়িনেদিন জ়িদান তাঁর নতুন অস্ত্রকে নিয়ে আশার কথা শোনালেও আশ্বস্ত হচ্ছেন না রিয়াল-ভক্তেরা। সোমবার সাংবাদিক বৈঠকে অ্যাজ়ার মেনে নেন, দ্রুত তাঁকে ছন্দে ফিরতে হবে। তিনি বলেছেন, ‘‘জানি, এই ক্লাবের সমর্থকেরা আমার থেকে অনেক কিছু প্রত্যাশা করেন। সেটা হচ্ছে না বলেই সমালোচনার সুর শোনা যাচ্ছে।’’ আরও যোগ করেছেন, ‘‘আমি মনে করি, স্পেনের মাটিতেও অনেক ভাল ফুটবল খেলার ক্ষমতা রাখি। আমিও তো আত্মসমালোচনায় বিশ্বাস করি। হয়তো এখনও সেরা ফুটবল খেলে উঠতে পারিনি, তবে আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই চেনা ছন্দে অবশ্যই ফিরব।’’

যদিও পরিসংখ্যানের সঙ্গে খাপ খাচ্ছে না অ্যাজ়ারের বক্তব্য। এখনও পর্যন্ত চারটি ম্যাচে খেলেছেন তিনি। মাঠে ছিলেন ২৬৬ মিনিট। কোনও গোল নেই। সতীর্থদের গোল করার সুযোগও তৈরি করে দিতে পারেননি। তা হলে ১১৩২ কোটি টাকা খরচ করে চেলসি তারকাকে নিয়ে আসার যৌক্তিকতা কোথায়? অ্যাজ়ার বলেছেন, ‘‘ফুটবলে শেষ কথা বলে গোল। আমি সেটাই করতে পারছি না। এটাকে খেলারই অঙ্গ হিসেবে ধরে নিয়ে নিজেকে নিখুঁত এবং দলের পক্ষে প্রয়োজনীয় করতে চাই।’’

ঘুমই শক্তি রোনাল্ডোর: চলতি মরসুমে এখনও পর্যন্ত ছয় ম্যাচে তাঁর গোল তিনটি। দুর্দান্ত ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে আজ জুভেন্টাস খেলবে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে। তার আগে ইটালির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সি আর সেভেন তাঁর ফিট থাকার রহস্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, ‘‘ফিটনেসের ব্যাপারে আমার মধ্যে এক ধরনের পাগলামি কাজ করে। নিয়ম করে জিমে কঠোর পরিশ্রম করো। তার সঙ্গে চাই গভীর ঘুম। বলতে পারেন, প্রচুর ঘুমই আমার ফিট থাকার সেরা কারণ।’’

প্রথম ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে ড্র করে ‘ডি’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জুভেন্টাস। রোনাল্ডো বলেছেন, ‘‘ঘরের মাঠে তিন পয়েন্ট নিশ্চিত করা প্রধান লক্ষ্য। আমরা তার জন্য তৈরি।’’

মধ্যমণি নেমার: রাতারাতি পাল্টে গিয়েছে প্যারিস সাঁ জারমাঁ শিবিরের চেহারা। নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র চেনা ফর্মে ফিরতেই সকলের মুখে স্বস্তির হাসি। আজ, মঙ্গলবার গালাতাসারের বিরুদ্ধে খেলতে নামার আগে পিএসজি ম্যানেজার থোমাস তুহেল বলেছেন, ‘‘নেমার আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওর থেকে আমরা এই ফুটবলই চেয়েছি। আশা করি, গালাতাসারে ম্যাচে ও-ই আমাদের সেরা অস্ত্র হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE