Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হতে পারে বাগানের

আই লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে মোহনবাগান। আর এরই মাঝে সবুজ-মেরুনের নিবার্চনের ঢাকে কাঠি পড়ে গেল। বুধবার নির্বাচন কমিটির সভার পর যা সিদ্ধান্ত হয়েছে তাতে ঠিক হয়েছে, সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন হবে বাগানের। আর এই নির্বাচনের প্রভাব সঞ্জয় সেনের টিমের উপর পড়বে কি না, তা নিয়ে দ্বিধাবিভক্ত বাগানের ঘরের ছেলে এবং প্রাক্তন ফুটবলাররা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:২৭
Share: Save:

আই লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে মোহনবাগান। আর এরই মাঝে সবুজ-মেরুনের নিবার্চনের ঢাকে কাঠি পড়ে গেল। বুধবার নির্বাচন কমিটির সভার পর যা সিদ্ধান্ত হয়েছে তাতে ঠিক হয়েছে, সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন হবে বাগানের। আর এই নির্বাচনের প্রভাব সঞ্জয় সেনের টিমের উপর পড়বে কি না, তা নিয়ে দ্বিধাবিভক্ত বাগানের ঘরের ছেলে এবং প্রাক্তন ফুটবলাররা।

চুনী গোস্বামী, শিশির ঘোষরা বলছেন ফুটবলের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্কই নেই। বাগানের ঘরের ছেলে চুনীর দাবি, ‘‘ফুটবলের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক থাকতে পারে না। আমার মনে হয় না এর কোনও প্রভাব ফুটবলারদের খেলায় পড়বে।’’ শিশির আবার বললেন, ‘‘নির্বাচন পুরোটাই কর্তাদের ব্যাপার। এর সঙ্গে ফুটবলারদের একেবারেই কোনও সম্পর্ক নেই। যদি না কর্তারা ফুটবলারদের জড়ায়। ফুটবলাররা নিজেদের ফোকাস পুরোপুরি খেলায় রাখবে। এটাই ওদের কাজ।’’

তবে বিরোধী গোষ্ঠীর প্রধান দুই মুখ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত ভট্টাচার্য চাইছেন নির্বাচন মাস ছয়েক পরে হোক। সাংসদ, প্রাক্তন ফুটবলার এবং বাগানের ঘরের ছেলে বলে পরিচিত প্রসূন বললেন, ‘‘টিম চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে। তাই ছ’মাস পর ভোট হলে কোনও ক্ষতি হত না। বরং ধীরেসুস্থে সবার সঙ্গে আলোচনা করে সঠিক পদ্ধতি মেনে ভোট করা যেত।’’ প্রসূনের রেকর্ডই যেন বাজল সবুজ-মেরুনের আর এক ঘরের ছেলে সুব্রতর গলায়।

আসলে ভেতরের খবর, টিমের পারফরম্যান্স ভাল থাকার মাঝেই নির্বাচন সেরে ফেলতে চাইছে শাসকগোষ্ঠী। কিন্তু বিরোধী গোষ্ঠী চাইছে সময় নিয়ে নিজেদের ঘর গোছাতে। ক্লাব সচিব অঞ্জন মিত্র যেমন বললেন, ‘‘আই লিগের গ্যাপে নির্বাচন করা হবে। এর জন্য কোনও সমস্যা হওয়ার কথা নয়। আর ফুটবলাররা মাঠে নেমে পারফর্ম করবে। ভোটাররা ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাঁচবে।’’

বুধবার নির্বাচন বোর্ডের প্রথম মিটিং ছিল। এ দিনই ঠিক হয়ে যায় মনোনয়ন তোলা, জমা দেওয়া থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহার করার দিনক্ষণ। তবে ভোটের দিন এখনও চূড়ান্ত হয়নি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় বাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। মূলত তাঁর নেতৃত্বেই বাগানের নির্বাচন সংগঠিত হবে। তাঁর সঙ্গে নির্বাচন কমিটিতে আরও চার জন রয়েছেন—মুরারিমোহন ঘোষ, তপন দেবনাথ, শিলাদিত্য সান্যাল এবং মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। ১০-১৭ এপ্রিলের মধ্যে একশো টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। চূড়ান্ত ভোটারদের তালিকাও পাওয়া যাবে ওই সময়ে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে। মনোনয়ন জমা দেওয়ার সময় দশ হাজার টাকাও সঙ্গে জমা দিতে হবে। ওই দিনই বিকেল ছ’টায় নির্বাচন বোর্ডের দ্বিতীয় বৈঠক রয়েছে। যেখানে ক্লাবের তরফ থেকে মনোনয়নগুলি বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ২৪ এপ্রিল মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে। কেউ চাইলে ২৭ এপ্রিলের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। আর এই দিনই পরিষ্কার হয়ে যাবে শেষ পর্যন্ত বাগানে ভোট হবে কি না! যদি বিরোধী গোষ্ঠীর মনোনয়ন জমা পড়ে, তবে ভোটের দিন এবং জায়গা নির্ধারিত করা হবে। নয়তো শাসকগোষ্ঠীর প্যানেলই জিতে যাবে। সুশান্তবাবু বললেন, ‘‘যাবতীয় নিয়ম মেনে সুষ্ঠু ভাবে নির্বাচন করাই আমাদের লক্ষ্য।’’

যখন ক্লাব তাঁবুর ভিতর নির্বাচন বোর্ডের মিটিং চলছে, তখন বাইরে বসে ছিলেন প্রসূন, সুব্রতরা। পরে ক্লাব সভাপতি টুটু বসুও এসে বাইরেই বসেন। মিটিংয়ের পর প্রসূন অবশ্য বলে দিলেন, ‘‘বাবলুকে (সুব্রত ভট্টাচার্য) আমি সচিব হিসেবে দেখতে চাই।’’ এর পর বিরোধীপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনেক রাত পর্যন্ত ক্লাবের এক প্রাক্তন কর্তার অফিসে প্রসূন-সুব্রতদের আলোচনা হয়। সূত্রের খবর, বিরোধী গোষ্ঠী নাকি নিজেদের প্যানেল তৈরি করছে। পরে ফোনে ধরা হলে সুব্রত বলেন, ‘‘আমরা হাল ছাড়ছি না। অপেক্ষা করুন আর দেখতে থাকুন কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE