Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সেঞ্চুরির হ্যাটট্রিক সেরে করবা চৌথেও ছক্কা হাঁকালেন বিরাট!

শনিবার পুণেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করে সেই ক্লাবে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও।

জুটি: ‘তুমি জীবন, তুমি ব্রহ্মাণ্ড।’ করবা চৌথের রাতে স্ত্রীকে টুইট বিরাটের। অনুষ্কার জবাব, ‘আমার চাঁদ, আমার সূর্য, আমার সব কিছু।’

জুটি: ‘তুমি জীবন, তুমি ব্রহ্মাণ্ড।’ করবা চৌথের রাতে স্ত্রীকে টুইট বিরাটের। অনুষ্কার জবাব, ‘আমার চাঁদ, আমার সূর্য, আমার সব কিছু।’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০৪:৩১
Share: Save:

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের হ্যাটট্রিক! জাহির আব্বাস, বাবর আজম, কুমার সঙ্গকারাদের রয়েছে এই কৃতিত্ব। কিন্তু শুক্রবার পর্যন্ত কোনও ভারতীয় এই তালিকায় ছিলেন না।

শনিবার পুণেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করে সেই ক্লাবে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও।

আর সেঞ্চুরির হ্যাটট্রিক সেরেই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ছক্কা হাঁকালেন বিরাট। করবা চৌথ উপলক্ষে স্ত্রী অনুষ্কা শর্মাকে উদ্দেশ্য করে ভারত অধিনায়কের টুইট, ‘‘আমার জীবন, আমার ব্রহ্মাণ্ড, শুভ করবা চৌথ।’’ বিরাটের এই টুইট দেখার পরে তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাও পাল্টা টুইট করে লেখেন, ‘‘আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমার সব কিছু। প্রত্যেককে করবা চৌথের শুভেচ্ছা।’’ ম্যাচে ভারত হারলেও সোশ্যাল মিডিয়া সরগরম বিরুষ্কার এই ভালবাসাপূর্ণ টুইট ঘিরে। শনিবার রাতেই ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় দম্পতির টুইট দেখে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটেই নিজেদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ভক্তকূলও।

এর পাশাপাশিই কোহালির নতুন নজির গড়ার পরে তাঁকে নিয়ে উত্তাল ক্রিকেট মহল। টুইট করেছেন সচিন তেন্ডুলকর থেকে মাইকেল ভন। প্রত্যেকেই তাঁর কীর্তিতে বিস্মিত। কোহালির সেঞ্চুরির হ্যাট্রিকের পরে তাঁর ছবি পোস্ট করে কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘‘বিশেষ ক্রিকেটারের বিশেষ কৃতিত্ব। সেঞ্চুরির হ্যাটট্রিকের জন্য অভিনন্দন বিরাট। অবিশ্বাস্য।’’ টুইট করেছেন বীরেন্দ্র সহবাগও। তিনি লিখেছেন, ‘‘তিন ম্যাচের ফল তিনটি সেঞ্চুরি।’’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের কৃতিত্বকেও ছোট করা যাবে না। কোহালির দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও একটি ম্যাচে টাই ও একটি জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ম্যাচের আগে কয়েকটি ভুল শুধরে নেওয়া উচিত ভারতীয় দলের।’’

কোহালির কীর্তির পরে হরভজন সিংহের টুইট, ‘‘প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে তিনটি সেঞ্চুরির রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি করে দেখাল বিরাট। চ্যাম্পিয়ন, অভিবাদন গ্রহণ করো।’’ কোহালির এই নজির বিশ্বাসই করতে পারছেন না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ‘‘২০৬ ওয়ান ডে ইনিংসে ৩৮টি সেঞ্চুরি। এটা তো প্রায় অসম্ভব,’’ মত ভনের। শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘‘দিনের পর দিন আরও ভাল হয়ে উঠছে কোহালি। অভিনন্দন।’’

যদিও ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ব্যাটিং সম্পর্কে কিছু বলতে চাননি বিরাট। তিনি বলেছেন, ‘‘ব্যাটিং নিয়ে আজ কোনও কথা বলতে চাই না। যা ভুল করেছি তা শুধরনোর দিকে মনোনিবেশ করতে চাই। আমরা ভাল বল করেছি। প্রথম ৩৫ ওভার উইকেট থেকে বোলারেরা কোনও সাহায্য পায়নি। বলব শেষ দশ ওভারে আমরা এনেক বেশি রান দিয়ে ফেলেছি। ওদের ২৫০ থেকে ২৬০ রানের মধ্যে আটকে দেওয়া উচিত ছিল।’’

কিন্তু দলের মিডল অর্ডার নিয়ে এখনও স্বস্তি ফেরেনি। বিরাটের কথায়, ‘‘আমরা ভাল জুটি গড়তে পারিনি। যা খুব বেশি দেখা যায় না। এ দিন ব্যাট করার সময় আমাদের পরিকল্পনা ঠিক ভাবে কাজ করেনি।’’ ভারত অধিনায়ক সঙ্গে যোগ করেন, ‘‘হার্দিক ও কেদার এক সঙ্গে খেললে হাতে বোলার বেশি থাকে। ঘুরিয়ে ফিরিয়ে পরিকল্পনামাফিক বল করানো যায়। নিজের ব্যাটিং নিয়ে কিছু বলতে চাই না। আপাতত আমাদের লক্ষ্য এ দিন যে ভুলগুলো হয়েছে, তা আর না করা। পরের ম্যাচ থেকেই দলে ঢুকছে কেদার। এতে আমাদের কিছুটা সুবিধা হবে।’’

পাশাপাশি এ দিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদেরও প্রশংসা করেন বিরাট। বলেন, ‘‘দুর্দান্ত দল ওয়েস্ট ইন্ডিজ। আমরা জানি, নিজেদের দিনে ওরা যে কোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE