Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sport News

আইপিএলের ফাইনালে শেষ হাসি কার? নজরে আজ ধোনি বনাম রশিদ দ্বৈরথ

মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই মুখের লড়াই এ বারের আইপিএল ফাইনালের বড় বক্স অফিস হতে চলেছে।

যুযুধান: রশিদ নাধোনি, ফাইনালে কে হাসবেন শেষ হাসি? ফাইল চিত্র

যুযুধান: রশিদ নাধোনি, ফাইনালে কে হাসবেন শেষ হাসি? ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০৩:৩৪
Share: Save:

প্রথম জন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে চিরকালীন নায়ক। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার। যিনি আরও একটি আইপিএল ট্রফির অপেক্ষায়।

দ্বিতীয় জন, আন্তর্জাতিক ক্রিকেটের নতুন বিস্ময়। যিনি ভারতীয় ক্রিকেটভক্তদের ভালবাসা আদায় করে নিতে পেরেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, বছর কুড়ির ছেলেটিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। প্রথম বার আইপিএল ট্রফি হাতে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি।

মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই মুখের লড়াই এ বারের আইপিএল ফাইনালের বড় বক্স অফিস হতে চলেছে। আজ, রবিবার, ওয়াংখেড়েতে এই দুই ক্রিকেট তারকার দ্বৈরথই হয়তো বা ঠিক করে দেবে কোন দলের হাতে ট্রফি উঠবে— সানরাইজার্স হায়দরাবাদ না চেন্নাই সুপার কিংস। দু’বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে বছর সাতেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছয় মেরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ধোনি।

দু’বছর পরে সিএসকের জার্সি গায়ে আইপিএল খেলতে নেমে তিনি যে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্বীকার করে নিচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। শনিবার সাংবাদিক বৈঠকে এসে ধোনি বলেন, ‘‘প্রথম দিকে আমরা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পরে আবেগের চেয়ে পেশাদার হওয়াটা বেশি জরুরি হয়ে পড়ে।’’ ধোনি আরও বলছেন, ‘‘আমাদের সমর্থকেরা অনেক দিন অপেক্ষা করে আছে। আমাদের থেকে ফাইনালে ভাল ক্রিকেট চায় ওরা।’’

ধোনির কাছে জানতে চাওয়া হয়, হরভজন সিংহকে কেন তিনি পুরো কোটা বল দিচ্ছেন না অনেক ম্যাচে? যার জবাবে সিএসকে অধিনায়ক বলেছেন, ‘‘আমার বাড়িতে অনেক গাড়ি আর মোটরবাইক আছে। কিন্তু সব সময় তো সব ক’টায় আমি চাপি না। সে রকমই, পরিস্থিতি অনুযায়ী কোন বোলারকে বল দিতে হবে, সেটা ঠিক করতে হয়।’’

সিএসকে সমর্থকদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রশিদের লেগস্পিন। রশিদের বোলিংয়ের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরাও। সচিন টুইট করেন, ‘সব সময়ই মনে হয়েছে, রশিদ বেশ ভাল স্পিনার। কিন্তু এখন বলব, এই ফর্ম্যাটে রশিদই সেরা।’ ওয়ার্ন লিখেছেন, ‘আইপিএলে বিভিন্ন লেগস্পিনারকে দেখতে খুব ভাল লাগছে। তবে রশিদকে বল করতে দেখে গর্ব বোধ করছি।’

সোশ্যাল মিডিয়ায় রশিদকে যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি উঠেছে, তা কানে গিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি টুইট করেন, ‘রশিদ খান আফগানিস্তানের গর্ব। ক্রিকেট দুনিয়ার সম্পদ। না, আমরা রশিদকে দেব না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Rashid Khan MS Dhoni IPL 11 IPL 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE