Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Yuvraj Singh

যুবির ম্যান ইউ প্রেম ঘিরে টুইট-ঝড়!

দীর্ঘ দিন টিম ইন্ডিয়ার বাইরে যুবরাজ সিংহ। দলে ফেরার জন্য লড়াইও চালাচ্ছেন প্রতিনিয়ত। তবে, নিজে ক্রিকেটার হলেও ফুটবলের প্রতি যুবির ভালবাসা দীর্ঘ দিনের।

যুবরাজ সিংহ।—ফাইল চিত্র।

যুবরাজ সিংহ।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ১৯:৩০
Share: Save:

দীর্ঘ দিন টিম ইন্ডিয়ার বাইরে যুবরাজ সিংহ। দলে ফেরার জন্য লড়াইও চালাচ্ছেন প্রতিনিয়ত। তবে, নিজে ক্রিকেটার হলেও ফুটবলের প্রতি যুবির ভালবাসা দীর্ঘ দিনের। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম কারিগর নিজে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। ম্যান ইউ-এর খেলা থাকলেই অন্য মেজাজে ধরা দেন তিনি।

সোমবার গভীর রাতে ফের এক বার সেই ম্যান ইউ ফ্যান যুবি ধরা দিলেন নিজের ছন্দে। এ দিন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ছিল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকেই নিজের প্রিয় দলকে উজ্জ্বীবিত করতে থাকেন যুবি। যদিও গ্যালারিতে ছিলেন না তিনি, তবে টুইটারকেই বেছে নেন দলের হয়ে গলা ফাটাতে। প্রিয় দলের খেলায় উচ্ছ্বসিত হয়ে একের পর এক টুইট করতে থাকেন যুবি।প্রশংসা করেন শেষ মুহূর্তে করা ম্যাটিকেও গোলেরও।

তবে যুবরাজ যে ম্যান ইউ ফ্যান তা জানতেন না অনেক ক্রিকেটপ্রেমী। এ দিন যুবরাজের বার্তা পড়ে তাই একের পর এক টুইট আসে যুবির ম্যান ইউপ্রেমকে কেন্দ্র করে। ! ! 👏🏽 👏🏽 👏🏽 !

তবে যুবরাজ যে ম্যান ইউ ফ্যান তা জানতেন না অনেক ক্রিকেটপ্রেমী। এ দিন যুবরাজের বার্তা পড়ে তাই একের পর এক টুইট আসে যুবির ম্যান ইউপ্রেমকে কেন্দ্র করে। !

তবে যুবরাজ যে ম্যান ইউ ফ্যান তা জানতেন না অনেক ক্রিকেটপ্রেমী। এ দিন যুবরাজের বার্তা পড়ে তাই একের পর এক টুইট আসে যুবির ম্যান ইউপ্রেমকে কেন্দ্র করে। ! ! 👏🏽 👏🏽 👏🏽 !

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি শুক্লর

সৌরভকে পিছনে ফেললেন গেল

আরও পড়ুন সৌরভকে পিছনে ফেললেন গেল' ??? !!! !!! ' !!!

সৌরভকে পিছনে ফেললেন গেল

আরও পড়ুন সৌরভকে পিছনে ফেললেন গেল' ??? !!! !!! ' !!!

সৌরভকে পিছনে ফেললেন গেল

আরও পড়ুন সৌরভকে পিছনে ফেললেন গেল' ??? !!! !!! ' !!!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuvraj Singh Manchester United Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE