Advertisement
১৯ এপ্রিল ২০২৪
আইএসএল

মুম্বইকে পাঁচ গোলে চূর্ণ করে শীর্ষে এখন গোয়া

এ বারের আইএসএলে এ পর্যন্ত সব চেয়ে বড় ব্যবধানে জয় এটিই। গোয়ার হয়ে এ দিন গোল করলেন, ফেরান কোরোমিনাস, জ্যাকিচন্দ সিংহ, এদুযার্দো বেরিয়া। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে জোড়া গোল করে গোয়ার দলটির হয়ে ব্যবধান বাড়ান মিগুয়েল ফার্নান্দেজ।

 মুম্বই রাইট ব্যাক সৌভিক চক্রবর্তী ট্যাকল করতে গিয়ে বক্সে ফাউল করেন গোয়ার ফরোয়ার্ড ফেরান কোরোমিনাসকে।—ছবি পিটিআই

মুম্বই রাইট ব্যাক সৌভিক চক্রবর্তী ট্যাকল করতে গিয়ে বক্সে ফাউল করেন গোয়ার ফরোয়ার্ড ফেরান কোরোমিনাসকে।—ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০৪:৩০
Share: Save:

এফসি গোয়া ৫ • মুম্বই সিটি এএফসি ০

ইন্ডিয়ান সুপার লিগের গত চার সংস্করণে এক বারও খেতাব আসেনি গোয়ায়। তাই এ বার ট্রফি জিততে মরিয়া এফসি গোয়ার কোচ সের্খিয়ো লোবেরা।

সেই লক্ষ্যেই বুধবার ঘরের মাঠ ফতোরদায় তারা ৫-০ হারাল রণবীর কপূরের দল মুম্বই সিটি এফসি-কে। একই সঙ্গে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে লিগ টেবলের শীর্ষে চলে এলেন জ্যাকিচন্দ সিংহরা। এ বারের আইএসএলে এ পর্যন্ত সব চেয়ে বড় ব্যবধানে জয় এটিই। গোয়ার হয়ে এ দিন গোল করলেন, ফেরান কোরোমিনাস, জ্যাকিচন্দ সিংহ, এদুযার্দো বেরিয়া। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে জোড়া গোল করে গোয়ার দলটির হয়ে ব্যবধান বাড়ান মিগুয়েল ফার্নান্দেজ। জোড়া গোল করতে পারতেন এদুয়ার্দোও। পেনাল্টি নষ্ট করেন তিনি। মুম্বই গোলরক্ষক অমরিন্দর সিংহ বেশ কয়েকবার নিশ্চিত গোল বাঁচান। না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

বিরতিতে ম্যাচের ফল ছিল ১-০। প্রথমার্ধের পাঁচ মিনিটে মুম্বই রাইট ব্যাক সৌভিক চক্রবর্তী ট্যাকল করতে গিয়ে বক্সে ফাউল করেন গোয়ার ফরোয়ার্ড ফেরান কোরোমিনাসকে। রেফারি পেনাল্টি দিলে সেখান থেকে গোল করেন কোরোমিনাসই। পেনাল্টিতে পানেনকা কিক মেরে দলকে এগিয়ে দেন তিনি। গোয়ার কোচ লোবেরা চলতি মরসুমে একাধিক বার বলেছেন, ট্রফি জিততে তাঁর রণনীতি আক্রমণাত্মক ফুটবল। দ্বিতীয়ার্ধে সেই আগ্রাসী ফুটবল নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে ঝাঁপায় এফসি গোয়া। দ্বিতীয়ার্ধে প্রতি-আক্রমণভিত্তিক রণনীতি নিয়ে মুম্বই রক্ষণকে বিধ্বস্ত করে দেন কোরোমিনাসরা। তিন ম্যাচে এ পর্যন্ত দশ গোল করল এফসি গোয়া। তাদের পরবর্তী প্রতিপক্ষ এফসি পুণে সিটি।

শীর্ষে ওঠার লড়াই শাতোরির: দু’দলই এ বারের আইএসএলে এখনও পর্যন্ত হারের সম্মুখীন হয়নি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড নামছে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। লিগ তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে থাকা নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট তিন ম্যাচে সাত। অন্য দিকে জামশেদপুর এফসি তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। ফলে বৃহস্পতিবার যে দল জিতবে তারাই উঠে আসবে এক নম্বরে। নর্থইস্ট ইউনাইটেড কোচ এলকো শাতোরি বলছেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতলেও রক্ষণের ভুলে গোল খেয়েছিলাম আমরা। সেই ভুল শুধরে জামশেদপুরের বিরুদ্ধে জয় চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE