Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্যালারি ভর্তি ইডেন শুনল সচিন, অমিতাভের টুকরো বাংলা

আকাশের মুখ কালো হতেই মন খারাপ কলকাতাবাসীর। বৃষ্টিতে না ভেস্তে যায় হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ। কিন্তু আপাতত অল্প অল্প করে মেঘ কাটছে। কমছে বৃষ্টিও। আশায় বুক বাঁধছে ক্রিকেটপ্রেমীরা। আশা বৃষ্টি কমে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১৭:৫১
Share: Save:

আকাশের মুখ ভার হতেই একরাশ মন খারাপ নেমে এসেছিল কলকাতার বুকে। বৃষ্টিতে না ভেস্তে যায় হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ।বৃষ্টি বোধহয় মন বুঝেছিল কলকাতার। তাই খেলার আগেই বিদায় নিল। তবে তার দাপটে ২০-র ম্যাচ বাঁধা পড়ছে ১৮ ওভারে। কানায় কানায় ভরা ইডেনে আজ আইপিএল-এর ছোঁয়া। তারার মেলা শুধু ২২গজে নয়, গ্যালারিতেও। কে নেই সেখানে! মাস্টার-ব্লাস্টার থেকে মুকেশ আম্বানি। খেলা শুরুর আগেও মহা চমক। পাকিস্তানের জাতীয় সঙ্গীত শুরু করলেন সফকত আমানত আলি খান। গলা মেলালেন আফ্রিদিরা। শেষ হতেই জনগনমন ধরলেন, অমিতাভ বচ্চন। পূর্ব পরিকল্পনা মতই। গলা মেলাল গোটা স্টেডিয়াম। সুরের এদিক, ওদিক একটু হল বটে, তাতে টান পড়ল না গ্ল্যমারে।

• ৭.৪৯ মিনিট, বক্তব্য রাখছেন অমিতাভ বচ্চন। বললেন, আমার নমস্কার ও প্রনাম নেবেন। বলে গেলেন ভারত পাকিস্তানের বন্ধুত্বের কথা।

• ৭.৪৭ মিনিট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা স্পিচ।

• ৭.৪৫ মিনিট, সচিন বললেন, কেমন আছ?

• ৭.৪৫ মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মাঠে। ইমরানকে সংবর্ধনা দিলেন মমতা।

• ৭.৪০ মিনিট, মাঠ কিছুটা ভেজা থাকায় ম্যাচ শুরুতে দেরি।

• ৭.৩৫ মিনিট, মাঠে পৌঁছে গেছেন ওয়াসিম আক্রম, সুনীল গাওস্করও।

• ৭.৩২ মিনিট, ম্যাচ শুরু হতে দেরি হবে সেটা পরিস্কার। এখনও টস হয়নি।

• ৭.৩০ মিনিট, ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও এখনও টস হয়নি।

• ৭.১৫ মিনিট, মাঠের অনেকটাই কভার সরিয়ে ফেলা হয়েছে। বাকিটাও খুব দ্রুত সরিয়ে ফেলা হবে।

• ৭ টা, কভার সরানোর পর মাঠ দেখে অনেকটাই স্বস্তি।

• ৬.৫৮ মিনিট, ৭টা নাগাদ হতে পারে টস।

• ৬.৫৩ মিনিট, ইডেনের কভার সরিয়ে নেওয়া হয়েছে।

• ৬.৫০ মিনিট, আর কিছুক্ষণের মধ্যেই মাঠ পরীক্ষা হবে। তার পরই সিদ্ধান্ত হবে কখন শুরু করা যা্বে ম্যাচ।

• ৬.৪৬ মিনিট, মাঠের মাঝের কভার একবার সরিয়ে দেখে নেওয়া হল অবস্থা।

• ৬.৪৫ মিনিট, স্বস্তির নিঃশ্বাস। সময়ে শুরু হতে পারে খেলা।

• ৬.৪০ মিনিট, মাঠের একটা পাশের কভার তুলে নেওয়া হয়েছে।

• ৬.৩৬ মিনিট, বৃষ্টি কমেছে। গ্রাউন্ড স্টাফরা মাঠের জল সরাতে ব্যস্ত।

• ৬.৩০ মিনিট, মাঠে পৌঁছে গিয়েছেন ইমরান খান ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান।

• ৬.২৫ মিনিট, ইতিমধ্যেই ইডেনে গ্যালারি প্রায় ভরে গিয়েছে।

• তার মধ্যেই চলছে মাঠের কাজ। চলছে সুপার সপার।

• ৬.২০ মিনিট, আবার বৃষ্টি শুরু।

• ৬.১৫ মিনিট, সচিনদের ইতিমধ্যেই পৌঁছে যাওয়ার কথা থাকলেও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির জন্য ফ্লাইট নামতে পারেনি এখনও।

• ৬.১০ মিনিট, পিচ কভারের উপর এখনও জমে জল।

• এই মুহূর্তে চারটি সুপার সপারকেই মাঠ শুকনোর কাজে নামিয়ে দেওয়া হয়েছে।

• ৬.০৫ মিনিট, মাঠে নেমেছে সুপার সপার।

• ৬টা, বৃষ্টি প্রায় একদমই কমে গিয়েছে। হাসি ফুটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে।

• ৫.৫৮ মিনিট, এখনও পিচ কভার দেওয়ায়ই রয়েছে।

• ৫.৫৫ মিনিট, কালো সুটে অমিতাভ।

• ৫.৪৫ মিনিট, এর মধ্যেই অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে ইডেনে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

• ৫.৪০ মিনিট, কভারের উপর থেকে জল ছেকে ফেলা হচ্ছে।

• ৫.৩৫ মিনিট, এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে। যদিও তীব্রতা কমেছে অনেকটাই।

আরও খবর

নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই টিকিটের কালোবাজারি ইডেনে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Eden wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE