Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কাতার বিশ্বকাপ শীতেই

হাতে গ্লাভস। ফুলহাতা শার্ট। কনকনে ঠান্ডা। এ ভাবেই হতে চলেছে ২০২২ বিশ্বকাপ। এই প্রথম শীতের রাতে বিশ্বজয় করতে নামবেন ফুটবলের মহাতারকারা। এই প্রথম ফিফার ওপেনিং হবে জুনে নয়, নভেম্বরে।

জুরিখে এগজিকিউটিভ কমিটির বৈঠক থেকে বেরনোর সময় জার্মান ফুটবল সংস্থার প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়ের্সবাখকে ঘিরে ধরল মিডিয়া। শুক্রবার। ছবি: রয়টার্স।

জুরিখে এগজিকিউটিভ কমিটির বৈঠক থেকে বেরনোর সময় জার্মান ফুটবল সংস্থার প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়ের্সবাখকে ঘিরে ধরল মিডিয়া। শুক্রবার। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৪
Share: Save:

হাতে গ্লাভস। ফুলহাতা শার্ট। কনকনে ঠান্ডা। এ ভাবেই হতে চলেছে ২০২২ বিশ্বকাপ। এই প্রথম শীতের রাতে বিশ্বজয় করতে নামবেন ফুটবলের মহাতারকারা। এই প্রথম ফিফার ওপেনিং হবে জুনে নয়, নভেম্বরে।

তীব্র গরমের জন্য ২০২২ কাতার বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। এ দিন সরকারি ঘোষণা করে ফিফা জানিয়ে দিল, ২০২২ বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর। ফাইনালের তারিখ হিসাবে প্রথমে প্রস্তাব করা হয় ২৩ ডিসেম্বর। কিন্তু ফিফার কলঙ্কিত প্রেসিডেন্ট সেপ ব্লাটারের আপত্তি থাকায় সেটা এগিয়ে আনা হয়েছে। অর্থাত্ ১৯৭৮ সালের পরে এটাই হতে চলেছে সবচেয়ে ছোট বিশ্বকাপ। সাধারণত যা হয় এক মাসের, ২০২২ সালে সেটা দাঁড়াচ্ছে আঠাশ দিনের।

২০২২ বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই ইংরেজ ফুটবল সংস্থা এফএ কর্তাদের মাথায় হাত। কিছু দিন আগে পর্যন্ত এফএ বিরোধিতা করে এসেছিল শীতে বিশ্বকাপের। কিন্তু কাতারের প্রচণ্ড গরমে ফুটবলারদের শরীর খারাপ হওয়ার ভয়েই ব্লাটার নাকি নিজের সিদ্ধান্তে অটুট ছিলেন। যখন বিশ্বকাপ সেমিফাইনাল বা ফাইনাল হবে তখন বাকি অনেক লিগ বন্ধ থাকলেও ইপিএল পুরোদমে চলে। কিন্তু ২০২২ সালের সে সময় যদি বন্ধ থাকে ইপিএল, তা হলে বিপণনের প্রচুর ক্ষতি হবে। টিভি সম্প্রচার থেকে আসা অর্থেরও অনেক লোকসান হবে। সঙ্গে আবার ইংরেজ ফুটবলের আর এক টুর্নামেন্ট ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচ থাকে সেই সময়।

ইপিএল ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচগুলোর ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাচ্ছে। নভেম্বরে সাধারণত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের ম্যাচ থাকে। সে ক্ষেত্রে পুরো সূচিটাই বদলাতে হবে। লা লিগা, বুন্দেশলিগার বেশি ম্যাচ ডিসেম্বরে না থাকলেও নভেম্বরে বেশ কিছু ম্যাচ পিছোতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE