Advertisement
১৯ এপ্রিল ২০২৪
আইএসএল উদ্বোধনে নাচবেন আলিয়া-জ্যাকলিন

রবীন্দ্র সরোবরে ফ্লাডলাইটে খেলার অনুমতি

আইএসএলে আটলেটিকো দে কলকাতার ম্যাচ হওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা আর থাকল না। ফ্লাডলাইটে রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে ম্যাচ করার অনুমতি দিল পরিবেশ আদালত। হিউম-পোস্তিগাদের খেলা সন্ধ্যাতেই হবে।

আইএসএল উদ্বোধনে নাচতে দেখা যাবে যে তারকাদের। জ্যাকলিন, বরুণ ও আলিয়া।

আইএসএল উদ্বোধনে নাচতে দেখা যাবে যে তারকাদের। জ্যাকলিন, বরুণ ও আলিয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৮
Share: Save:

আইএসএলে আটলেটিকো দে কলকাতার ম্যাচ হওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা আর থাকল না। ফ্লাডলাইটে রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে ম্যাচ করার অনুমতি দিল পরিবেশ আদালত। হিউম-পোস্তিগাদের খেলা সন্ধ্যাতেই হবে।

রাতে আলো জ্বালিয়ে খেলা হলে সরোবরের গাছ-গাছালিতে থাকা পাখিদের সমস্যা হবে, এই অভিযোগ তুলে ম্যাচ বন্ধ করার জন্য আদালতে গিয়েছিলেন কয়েক জন পরিবেশপ্রেমী। সোমবার সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আজ বৃহস্পতিবার থেকেই অস্থায়ী বাতিস্তম্ভের আলো জ্বালিয়ে পরীক্ষা শুরু হবে রবীন্দ্র সরোবরে।

এটিকের ম্যাচ ২ অক্টোবর। প্রথম ম্যাচেই হিউম-দ্যুতিদের সামনে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান। যা খবর ম্যাচের আগে সম্ভবত জোসে মলিনার দল নতুন ভাবে তৈরি স্টেডিয়ামে অনুশীলন করতে পারছে না।

আর আটচল্লিশ ঘণ্টা বাকি আইএসএল-থ্রি শুরু হতে। গুয়াহাটিতে জন আব্রাহামের নর্থ-ইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলা সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্সের। জন এবং সচিন দু’জনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর। থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় বা হৃতিক রোশনের মতো অনেক তারকার।

এ বারের আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান কী হবে বুধবার তার কিছুটা ইঙ্গিত মিলেছে। বলা যায়, মেগা শো-ই হতে চলেছে। তিন বলিউড তারকা আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বরুণ ধাওয়ান অনুষ্ঠানে থাকছেন। যা খবর, তাতে তিন জনই নিজেদের হিট ছবির গানের সঙ্গে নাচবেন। সঙ্গে থাকবেন পাঁচশো নৃত্যশিল্পী। চমকপ্রদ আতসবাজির প্রদর্শনীও থাকছে। গত দশ দিন ধরে মহড়া চলছে অনুষ্ঠানের। টিকিট বিক্রিও শেষ।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেখার পর বলিউড তারকা জন আব্রাহাম পর্যন্ত বলে দিয়েছেন, ‘‘উত্তর-পূর্ব ভারতে যে অনুষ্ঠান হচ্ছে তা সারা বিশ্বের নজর কাড়বে। নতুন পরিচিতি দেবে এই অঞ্চলকে। এই এলাকার যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE