Advertisement
২০ এপ্রিল ২০২৪
Michel Ferera arrested

আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন

আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন মাইকেল ফেরেরা। মঙ্গলবার রাতে তিন সহযোগী-সহ ফেরেরাকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ হেফাজতে ফেরেরা। ছবি: পিটিআই।

পুলিশ হেফাজতে ফেরেরা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ২০:০১
Share: Save:

আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন মাইকেল ফেরেরা। মঙ্গলবার রাতে তিন সহযোগী-সহ ফেরেরাকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ।

বছর খানেক আগে হংকংয়ের সংস্থা কিউনেট মাল্টিলেভেল কোম্পানির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনেন আট আমানতকারী। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ ছিল, বেশি সুদের বিনিময়ে বিভিন্ন খাতে টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার। একই সঙ্গে দেশে এবং বিদেশে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগও রয়েছে কিউনেটের বিরুদ্ধে। নিজের সংস্থা বিহান এন্টারপ্রাইজের মাধ্যমে এ দেশে কিউনেটের যাবতীয় কাজকর্মের দেখাশোনা করতেন ফেরেরা। জালিয়াতির বিষয়টি প্রথম সামনে আসে গত বছর। ৩০ হাজার টাকা তছরুপের অভিযোগে সরাসরি ফেরেরার বিরুদ্ধে অভিযোগ করেন এক আমানতকারী। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কিউনেটের জালিয়াতির শিকার হয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। জালিয়াতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়তেই বম্বে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন ফেরেরা। সপ্তাহ দু’য়েক আগে বাতিল হয় সেই আবেদনও। এর পর থেকেই ফেরেরার খোঁজ শুরু করে পুলিশ এবং সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিএসএস)। মুম্বইয়ে গ্রেফতার হওয়ার পর এ দিন সকালে ট্রানজিট রিম্যান্ডে তাঁদের হয়দরাবাদে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই মামলায় ফেরেরা-সহ ১৯ জনকে গ্রেফতার করা হল।

আরও খবর

ম্যাচ গড়াপেটা নিয়ে আমেরকে সতর্ক করেছিলেন শোয়েব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Michel Ferera billiards Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE