Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

মারণ ভাইরাস কাড়ল রিয়ালের প্রাক্তন প্রেসিডেন্টের প্রাণ

এ দিকে, লা লিগা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বার্সেলোনাও। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় আর্থিক সঙ্কট ক্রমশ বাড়তে শুরু করেছে।

১৯৯৫-২০০০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লোরেঞ্জো।—ছবি রয়টার্স।

১৯৯৫-২০০০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লোরেঞ্জো।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০৩:৪৯
Share: Save:

করোনাভাইরাস এ বার কেড়ে নিল ফুটবল প্রশাসকের প্রাণ। রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সানজের মৃত্যু হয়েছে করোনা-সংক্রমণে। রবিবার তাঁর ছেলে দুরান টুইটারে এই খবর জানিয়েছেন। পরিবারসূত্রের খবর, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ বছরের সানজ সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুরান টুইট করেছেন, “আমার বাবা এইমাত্র মারা গেলেন। এ ভাবে মৃত্যু আমাদের কারও কাছেই কাম্য ছিল না। আমার জীবনে দেখা অন্যতম সেরা সাহসী এবং পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন বাবা। রিয়াল মাদ্রিদ ছিল তাঁর ধ্যানজ্ঞান।“

প্রসঙ্গত ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লোরেঞ্জো। তাঁর সময়েই এই ক্লাবে সই করেছিলেন রবের্তো কার্লোস, ক্লেরেন্স সিডর্ফ, ডাভর সুকেরের মতো তারকা ফুটবলারেরা। তিনি প্রেসিডেন্ট থা্কাকালীনই দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। ২০০০ সালের নির্বাচনে তিনি হার মানেন বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে। রবিবার তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, “লোরেঞ্জোর পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা। এমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেখানে এই মৃত্যুগুলো খুব নাড়া দিয়ে যায় মনকে। আমাদের এখন একযোগে এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। ক্লাব প্রশাসনের বাইরে আমার সঙ্গে ওর খুব ভাল সম্পর্ক ছিল। রিয়াল মাদ্রিদ ক্লাব তাদের এক শুভাকাঙ্ক্ষীকে হারাল।’’

এ দিকে, লা লিগা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বার্সেলোনাও। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় আর্থিক সঙ্কট ক্রমশ বাড়তে শুরু করেছে। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, এই আর্থিক সমস্যা দূর করতে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতনের পরিমাণ কমিয়ে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা শুরু হয়েছে। এই বিষয়ে বার্সেলোনার চিফ এগজিকিউটিভ অফিসার অস্তার গ্রাউ ইঙ্গিত দিয়েছেন, এই বিষয় নিয়ে তিনি ফুটবলারদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেছেন, “শুধু আমরা বলেই নয়, লা লিগার সমস্ত ক্লাবই করোনাভাইরাসের কারণে প্রবল আর্থিক প্রতিকূলতার মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতন সাময়িক ভাবে কমাতে হতে পারে। আমার বিশ্বাস, ফুটবলাররাও তা বুঝতে পেরে ক্লাবের প্রস্তাবে সম্মতি দেবে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অবশ্যই ফুটবলারদের সঙ্গে কথা বলে নেব।“ এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই বার্সেলোনা ভক্তদের কাছে খুশির খবর, হাঁটুর অস্ত্রোপচার করানোর পরে লুইস সুয়ারেস আবার সুস্থ হয়ে গিয়েছেন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, “এই পরিস্থিতি গোটা বিশ্বের কাছেই ভয়ঙ্কর। তবে আমি মনে করি, খুব দ্রুত পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে আর লা লিগাও আবার শুরু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Real Madrid Lorenzo Sanz Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE