Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বুট তুলে রাখলেন সুপার ফ্র্যাঙ্ক

তিনটে প্রিমিয়ার লিগ।চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপা লিগ। চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩১
Share: Save:

তিনটে প্রিমিয়ার লিগ।

চ্যাম্পিয়ন্স লিগ।

ইউরোপা লিগ।

চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার ইতি টানলেন তাঁর সোনার কেরিয়ারে। ফুটবলকে চিরবিদায় জানিয়ে অবসর নিলেন প্রাক্তন চেলসি মহাতারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

বৃহস্পতিবার নিজের ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনা শেষ করে ল্যাম্পার্ড বললেন, ‘‘আমার কাছে অনেক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু আমি ঠিক করেছি ২১ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ার শেষ করার এটাই সঠিক সময়। নিজের কেরিয়ারে অনেক ট্রফি জিতেছি। ৩০০-র ওপর গোল করেছি।’’

ল্যাম্পার্ড কীর্তি

ক্লাব
(ওয়েস্ট হ্যাম, সোয়ানসি, চেলসি,
ম্যাঞ্চেস্টার সিটি, নিউ ইয়র্ক সিটি)

• ম্যাচ ৯১৩
• গোল ২৭৪

দেশ

• ম্যাচ ১০৬
• গোল ২৯

ট্রফি

• ৩ প্রিমিয়ার লিগ

• ৪ এফএ কাপ

• ১ চ্যাম্পিয়ন্স লিগ

• ১ ইউরোপা লিগ

• চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা

• ২০০৫ ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে দ্বিতীয় হয়েছিলেন।

ল্যাম্পার্ডের অবসর নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক পোস্টও চলে আসে প্রাক্তন সতীর্থদের থেকে। ল্যাম্পার্ডের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে খেলা পের চেক যেমন টুইটারে পোস্ট করেন, ‘‘ফুটবলের ইতিহাসে সেরাদের মধ্যে একজন। তোমার অবিশ্বাস্য কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।’’ দিদিয়ের দ্রোগবা পোস্ট করেন, ‘‘ফুটবলের এক কিংবদন্তি আজ অবসর নিল।’’ ফুটবল পরবর্তী জীবনে কী করবেন এখনও রহস্য রেখে দিলেও শোনা যাচ্ছে কোচিং লাইসেন্স নেবেন চেলসির আদরের সুপার ফ্র্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Frank Lampard Retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE