Advertisement
১৬ এপ্রিল ২০২৪
French Open

দেড় ঘণ্টায় তৃতীয় রাউন্ডে নোভাক

ফরাসি ওপেনে ৭০তম ম্যাচ জিতলেন জ়োকোভিচ। 

দুরন্ত: ফরাসি ওপেনে ৭০তম ম্যাচ জয়ের পথে জ়োকোভিচ। এএফপি।

দুরন্ত: ফরাসি ওপেনে ৭০তম ম্যাচ জয়ের পথে জ়োকোভিচ। এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৪:৩৯
Share: Save:

কে কত তাড়াতাড়ি ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠতে পারেন তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে এ বারের ফরাসি ওপেনের ট্রফির দৌড়ে থাকা দুই তারকার। রাফায়েল নাদাল এবং নোভাক জ়োকোভিচের। বুধবার নাদাল ১ ঘণ্টা ৪০ মিনিটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জিতেছিলেন। জ়োকোভিচের বৃহস্পতিবার সেখানে তৃতীয় রাউন্ডে উঠতে লাগল ১ ঘণ্টা ২৩ মিনিট। অবাছাই প্রতিপক্ষ লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে ৬-১, ৬-২, ৬-২ চূর্ণ করে ফরাসি ওপেনে ৭০তম ম্যাচ জিতলেন জ়োকোভিচ।

মেয়েদের সিঙ্গলসে বৃহস্পতিবার বড় অঘটন ঘটালেন প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা অস্তাপেঙ্কো। এ বছর অবাছাই হিসেবে খেলতে নামা লাটভিয়ার তারকা দ্বিতীয় রাউন্ডে ছিটকে দিলেন দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে। ফল ৬-৪, ৬-২। ২০১৭ সালে খেতাব জয়ী অস্তাপেঙ্কো। তবে মেয়েদের মূলপর্বে কনিষ্ঠতম খেলোয়াড় মার্কিন তরুণী কোকো গফ ছিটকে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। ৬-৪, ২-৬, ৫-৭ হারেন যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে আসা ইটালির মার্টিনা ট্রেভিসানের বিরুদ্ধে।

বৃহস্পতিবারের অন্য ফল: মেয়েদের সিঙ্গলসে ১) চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ৩-৬, ৬-৩, ৬-২ হারিয়েছেন আনা বোগদানকে। ২) সপ্তম বাছাই পেত্রা কিভিতোভা ৬-৩, ৬-৩ জিতেছেন জ্যাসমিন পাওলিনির বিরুদ্ধে। ৩) অষ্টম বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ৭-৬ (৮-৬), ৬-০ হারিয়েছেন দারিয়া কাসাতকিনাকে। পুরুষদের সিঙ্গলসে ১) থিয়াগো মন্টেইরো ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-১ হারিয়েছেন মার্কোস জিরনকে।

আরও পড়ুন: সফল মাভিদের মুখে নাইটদের সমর্থনের কথা

আরও পড়ুন: ব্যাটসম্যানদের ব্যর্থতা ভোগাল পঞ্জাবকে, ৪৮ রানে জিতল মুম্বই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

French Open Novak Djokovic Tennis Rafael Nadal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE